তেল আবিব, হাইফায় কৌশলগত লক্ষ্যবস্তুতে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
https://parstoday.ir/bn/news/iran-i149972
অপারেশন ট্রু প্রমিজ-৩-এর সবচেয়ে তীব্র পর্যায়ে বুধবার ভোরে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলি বিমান প্রতিরক্ষার একাধিক স্তর ভেদ করে দখলকৃত অঞ্চল জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ১৮, ২০২৫ ০৯:৩৫ Asia/Dhaka
  •  তেল আবিব, হাইফায় কৌশলগত লক্ষ্যবস্তুতে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

অপারেশন ট্রু প্রমিজ-৩-এর সবচেয়ে তীব্র পর্যায়ে বুধবার ভোরে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলি বিমান প্রতিরক্ষার একাধিক স্তর ভেদ করে দখলকৃত অঞ্চল জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

ইসরাইলি সরকারের ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে নৃশংস আগ্রাসনের প্রতিক্রিয়ায় শুক্রবার গভীর রাতে শুরু হওয়া প্রতিশোধমূলক অভিযানের সর্বশেষ ধাপটি ইরান সময় আনুমানিক ১:৩০ মিনিটে শুরু হয়।

ইহুদিবাদী সরকার কর্তৃক আরোপিত মিডিয়া সেন্সরশিপ সত্ত্বেও, সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে তেল আবিব এবং হাইফার আকাশ ইসরায়েলের তিন-স্তরযুক্ত ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ভেঙে দূরপাল্লার, উন্নত ইরানি ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক দ্বারা আলোকিত হতে দেখা গেছে।

বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে কয়েকটি প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে, তাদের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত করেছে, যার মধ্যে সরকারের সামরিক এবং গোয়েন্দা স্থানগুলোও রয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত ছবিতে বিভিন্ন সংবেদনশীল এবং কৌশলগত ইসরাইলি সামরিক গোয়েন্দা কেন্দ্রগুলোতে ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী বাতাসে উড়তে দেখা গেছে। কিছু ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইসরাইলি বসতি স্থাপনকারীরা তথাকথিত 'হোম কমান্ড'-এর উপর ক্ষুব্ধ ছিল কারণ তারা ভূগর্ভস্থ বাঙ্কারে লুকিয়ে থাকার জন্য সময়মতো সাইরেনের শব্দ পায় নি।

একটি ইসরাইলি টেলিগ্রাম চ্যানেল ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে আঘাত করার একটি ভিডিও শেয়ার করে লিখেছে: 'বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংখ্যা দেখুন এবং গণনা করুন, এবং ভিডিওর শেষে, আপনি দেখতে পাবেন ইরানি ক্ষেপণাস্ত্রটি তাদের পাশ কাটিয়ে তার লক্ষ্যবস্তুতে আঘাত করছে।'

প্রসঙ্গত, ইরানি সশস্ত্র বাহিনী বহুল প্রচারিত আমেরিকান-সহায়তাপ্রাপ্ত ইসরাইলি ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরগুলোকে ছাড়িয়ে যাওয়ার জন্য বিভিন্ন উদ্ভাবনী কৌশল প্রয়োগ করছে, যারা ১৩ জুন থেকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে। বুধবার সকালে ক্ষেপণাস্ত্রগুলো অধিকৃত পশ্চিম তীরের আকাশেও উড়ে গেছে, যেখানে তেল আবিব এবং হাইফার দিকে ইরানি ক্ষেপণাস্ত্রগুলি দেখে ফিলিস্তিনিরা উদযাপন এবং আনন্দ করতে দেখা গেছে।

ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে অধিকৃত অঞ্চলে জোরে বিস্ফোরণের মধ্যে ইরানি প্রতিশোধমূলক অভিযানের সর্বশেষ ধারা "অস্বাভাবিক"।#

পার্সটুডে/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।