নভেম্বর ০৬, ২০২৩ ০৯:৫৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আফগান উপ প্রধানমন্ত্রী মোল্লা বারাদারের সাক্ষাৎ

ইরান সফররত আফগানিস্তানে প্রথম উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার রোববার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মূলত তেহরানের সঙ্গে কাবুলের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে মোল্লা বারাদারের নেতৃত্বে ৩০ সদস্যবিশিষ্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন আফগান প্রতিনিধিদল শনিবার তেহরান সফরে এসেছে।

২০২১ সালের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকে মোল্লা বারাদার হচ্ছেন ইরান সফরকারী সর্বোচ্চ আফগান কর্মকতা।

আফগানিস্তানের উপ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, তার দেশের পররাষ্ট্রনীতিতে আফগানিস্তান বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিনি আফগানিস্তান থেকে মার্কিন দখলদার সেনা বহিষ্কৃত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, দখলদার সেনারা দুই দশক ধরে আফগানিস্তানের জানমালের অপূরণীয় ক্ষতি করেছে।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আফগানিস্তানের স্বাধীনতা ও উন্নয়ন, দেশটির জনগণের শান্তি ও কল্যাণ এবং আফগানিস্তানের স্থিতিশীলতা ও নিরাপত্তা ইরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ হিসেবে ইরান আফগানিস্তানকে চলমান কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করতে বদ্ধপরিকর বলে তিনি আশ্বাস দেন।

সাক্ষাতে মোল্লা বারাদার ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় আফগানিস্তান ও ইরানের মধ্যে সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। তিনি ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

আফগান উপ প্রধানমন্ত্রী এমন সময় ইরান সফর করলেন যখন পাকিস্তান থেকে ১৭ লাখের বেশি আফগান শরণার্থীকে জোর করে দেশে ফেরত পাঠানো নিয়ে কাবুল ও ইসলামাবাদের মধ্যে টানাপড়েন চলছে। মোল্লা বারাদার ইরানে অবস্থানরত আফগান শরণার্থীদের সঙ্গে সদ্ব্যবহার আশা করেন এবং তাদের সমস্যাবলী সমাধানের জন্য তেহরানের সহযোগিতা কামনা করেন। ইরানে প্রায় ৫০ লাখ আফগান শরণার্থী বসবাস করেন যাদের অনেকেই নির্মাণ খাতের শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৬

ট্যাগ