‘পশ্চিমের নেতারা মনে করেন ইউক্রেন যুদ্ধ আরো পাঁচ বছর দীর্ঘায়িত হবে’
https://parstoday.ir/bn/news/world-i130798-পশ্চিমের_নেতারা_মনে_করেন_ইউক্রেন_যুদ্ধ_আরো_পাঁচ_বছর_দীর্ঘায়িত_হবে’
পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ নেতা মনে করেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত আরো পাঁচ বছরের জন্য দীর্ঘায়িত হবে। তারা মনে করছেন, রাশিয়া-ইউক্রেন কেউই এককভাবেই বিজয়ী হওয়ার মতো অবস্থায় নেই। ফলে যুদ্ধ বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৫, ২০২৩ ১২:২২ Asia/Dhaka
  • ‘পশ্চিমের নেতারা মনে করেন ইউক্রেন যুদ্ধ আরো পাঁচ বছর দীর্ঘায়িত হবে’

পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ নেতা মনে করেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত আরো পাঁচ বছরের জন্য দীর্ঘায়িত হবে। তারা মনে করছেন, রাশিয়া-ইউক্রেন কেউই এককভাবেই বিজয়ী হওয়ার মতো অবস্থায় নেই। ফলে যুদ্ধ বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সাথে পশ্চিমা নেতারা মনে করছেন, যুদ্ধরত দু পক্ষের কেউই আত্মসমর্পণ বা পরাজয় মেনে নিতে রাজি নয়। ফলের শিগগিরই এই যুদ্ধ বন্ধ হবে -তারও কোনো লক্ষণ নেই।

সোমবার দ্যা ইকোনমিস্ট ম্যাগজিনের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ম্যাগাজিনটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এরই মধ্যে পাশ্চাত্যের গোলাবারুদের মজুদে টান পড়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে সমর্থন দিতে গিয়ে যে পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের প্রয়োজন তা উৎপাদন করতে পশ্চিমা দেশগুলো হিমশিম খাচ্ছে। এরমধ্যে ইসরাইল এবং হামাসের চলমান সংঘাত পশ্চিমা দেশগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

ওয়াশিংটনে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের সিনিয়র উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান গত মাসে লিখেছিলেন, "সময়ের সাথে সাথে, কিছু মূল সিস্টেম ইসরাইলে সরিয়ে নেয়ার কারণে ইউক্রেনের যুদ্ধ ক্ষমতা কমে আসবে। এ সময় পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনের যেসব সিস্টেম প্রয়োজন, দেশটিকে তা ঠিকমতো সরবরাহ করা সম্ভব নাও হতে পারে।"#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।