নভেম্বর ৩০, ২০২৩ ১৪:১১ Asia/Dhaka
  •  জাপানে মার্কিন সামরিক বিমান ওসপ্রে বিধ্বস্ত, অন্তত এক সেনা নিহত

জাপানের ওকিনাওয়া দ্বীপে আমেরিকার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত একজন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এর আগেও ভি-২২ ওস্প্রে সিরিজের বিমান সেখানে বিধ্বস্ত হয়েছে।

অনেকটা হেলিকপ্টারের মতো দেখতে এবং খাড়াভাবে উড্ডয়ন করতে সক্ষম এই বিমান রাজধানী টোকিওর ইয়োকোতা বিমান ঘাঁটি থেকে গতকাল (বুধবার) বিকেলে ওকিনাওয়ার কাদেনা বিমান ঘাঁটিতে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক মুহূর্ত আগে তারা একটি বিপদ সংকেত পায় কিন্তু বিমানটি রক্ষায় তাদের পক্ষে কিছুই করার ছিল না। এর পরপরই বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়। ওকিনাওয়া দ্বীপের কয়েকশো কিলোমিটার উত্তরে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জাপানের কোস্টগার্ড জানায়।

বিমানটিতে ছয়জন আরোহী ছিল যার মধ্যে ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া, তিনজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে তবে তাদের অবস্থা জানা যায়নি।

ওকিনাওয়ার গভর্নর ডেনি তামাকি বলেছেন, তিনি ওস্প্রে বিমানের সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখবেন। তবে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলছেন, দুর্ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওস্প্রে বিমানের উড্ডয়ন বন্ধ রাখতে রাজি নন তিনি।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ