মে ০৯, ২০২৪ ১০:৩৪ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

ব্রিটেন থেকে রাশিয়ার সামরিক অ্যাটাচে বহিষ্কার করার বিরুদ্ধে লন্ডনকে উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে মস্কো।

গতকাল (বুধবার) ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি পার্লামেন্টে জানান, লন্ডনে নিযুক্ত রাশিয়ার সামরিক অ্যাটাচেকে গুপ্তচরবৃত্তির দায়ে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং তিনি প্রকৃতপক্ষে অঘোষিতভাবে একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তা। 

ক্লেভারলি আরো বলেন, দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানোর জন্য রাশিয়ার বেশ কিছু স্থাপনার কূটনৈতিক মর্যাদা প্রত্যাহার করা হবে। লন্ডন বিশ্বাস করে, এসব স্থাপনা গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য কাজ করছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার কূটনীতিকদের জন্য লন্ডন ভিসা ইস্যু করার বিষয়টিও সীমিত করবে।

ক্লেভারলির এসব বক্তব্য ও অবস্থানের বিষয়ে গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ব্রিটিশ পদক্ষেপের বিরুদ্ধে মস্কো উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, ব্রিটেনের এই অভিযোগ বাহুল্য এবং এটি তথ্যযুদ্ধের অংশ।

জাখারোভা আরো বলেন, রাশিয়ার ভূখণ্ডে ব্রিটিশ অস্ত্র নিয়ে ইউক্রেন হামলা চালাতে পারে বলে লন্ডন হুমকি দিলে ইউক্রেনে এবং দেশটির বাইরে ব্রিটিশ স্থাপনায় হামলা করার অধিকারও রাশিয়ার রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ