লন্ডন থেকে নয়াদিল্লি: সরকারগুলোর নীরবতার মুখে ফিলিস্তিনের জন্য ন্যায়বিচারের দাবি
গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর স্কুল ও হাসপাতালে ক্রমাগত বোমাবর্ষণের প্রতিবাদে ফিলিস্তিনের সমর্থকরা সুইডেনের রাজধানী স্টকহোমে বিক্ষোভ করেছেন।
সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠীর নীতির নিন্দায় বিশ্বব্যাপী ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইউরোপ ও আমেরিকার রাস্তা থেকে শুরু করে এশিয়া ও আফ্রিকান দেশগুলোতে লাখ লাখ মানুষ ন্যায়বিচারের দাবিতে এবং ফিলিস্তিনি পতাকা হাতে স্লোগান তুলেছে এবং গাজার জনগণের সাথে তাদের সংহতি প্রকাশ করেছে। ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে যে শনিবার শত শত বিক্ষোভকারী স্টকহোমের ওডেনপ্ল্যান স্কোয়ারে জড়ো হয়েছিল এবং তারপর সুইডিশ সংসদ ভবনের দিকে মিছিল করেছিল। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে এবং "ইসরায়েল গাজার শিশুদের হত্যা করছে" এবং "ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করুন" স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি শাসনব্যবস্থার নজিরবিহীন গণহত্যার কথা উল্লেখ করে সুইডিশ কর্মী লাসি এরিকসন এই ইহুদিবাদী বিরোধী বিক্ষোভে বলেন: "একটি সুইডিশ কোম্পানির সাম্প্রতিক জরিপ অনুসারে, দেশের ৭৫ শতাংশ মানুষ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরোধিতা করে,কিন্তু সুইডিশ পার্লামেন্টের কোনো রাজনৈতিক দলই এই অপরাধের তীব্র বিরোধিতা করে না।" তিনি ইহুদিবাদী শাসনব্যবস্থা বয়কট এবং স্টকহোম থেকে তার রাষ্ট্রদূতকে বহিষ্কার করারও আহ্বান জানান।
গাজা উপত্যকার বাসিন্দাদের হত্যা ও অনাহারে রাখার ইহুদিবাদী শাসনব্যবস্থার নীতির নিন্দা জানাতে শনিবার হাজার হাজার জর্ডানের নাগরিক দেশটির রাজধানী আম্মানের আল-তুফাইলেহ এলাকায় একটি বিক্ষোভ সমাবেশও করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজার বাসিন্দাদের সামরিক সহায়তা প্রদানের জন্য তাদের পূর্ণ প্রস্তুতি ঘোষণা করেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের জন্য আরব ও ইসলামী সরকারগুলোকে আহ্বান জানান।
"অ্যাকশন ফর প্যালেস্টাইন" গোষ্ঠীর সমর্থকদের বিরুদ্ধে তাদের কঠোর নীতি অব্যাহত রেখে লন্ডন পুলিশ শনিবার ইহুদিবাদী শাসনব্যবস্থার অপরাধের প্রতিবাদকারী ৫৫ জন নাগরিককে গ্রেপ্তার করেছে। স্কাই নিউজ একটি পৃথক প্রতিবেদনে জানিয়েছে যে শনিবার ম্যানচেস্টার, এডিনবার্গ, ব্রিস্টল এবং ট্রুরো সহ অন্যান্য শহরে এই গোষ্ঠীর সমর্থনে বৃহৎ আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ সরকারের নতুন আইন অনুসারে, এই গোষ্ঠীতে সদস্যপদ বা এমনকি প্রতীকী সমর্থনের জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ব্রিটিশ মিডিয়া জানিয়েছে যে ইহুদিবাদী লবিদের ক্রমবর্ধমান চাপের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিলিস্তিনের সমর্থকরা নয়াদিল্লিতেও রাস্তায় নেমেছিলেন। নয়াদিল্লির নেহেরু পুলিশ এলাকায় অংশগ্রহণকারীরা "ফ্রি প্যালেস্টাইন", "গণহত্যা বন্ধ করুন" এবং "এখনই যুদ্ধবিরতি" স্লোগান সম্বলিত ফিলিস্তিনি পতাকা এবং প্ল্যাকার্ড ধরে ভারত সরকারের ইসরায়েলের প্রতি সমর্থনের নীতির প্রতিবাদ করেছিলেন। এই ইহুদিবাদী বিরোধী বিক্ষোভের আয়োজকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ভারত সরকার আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলি অপরাধের নিন্দা করতে অস্বীকৃতি জানিয়ে কার্যত দখলদার সরকারের পক্ষে অবস্থান নিয়েছে।#
পার্সটুডে/এমবিএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।