ডিসেম্বর ০৬, ২০২৩ ০৯:৪৯ Asia/Dhaka
  • ‘হামাসকে ধ্বংস করার লক্ষ্য থেকে বহু যোজন দূরে রয়েছে ইসরাইল’

অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলি সেনারা নতুন একটি ফ্রন্ট খুললেও তারা এখন পর্যন্ত ‘হামাসকে ধ্বংস’ করার সামরিক লক্ষ্য থেকে বহু যোজন দূরে রয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

দৈনিকটি বলেছে, তিনজন ইসরাইলি সেনা কর্মকর্তার দাবি অনুযায়ী যদি ধরেও নেয়া হয় হামাসের ৫,০০০ যোদ্ধা নিহত হয়েছে তারপরও ৩০,০০০ থেকে ৪০,০০০ সদস্যের এই বাহিনীর বিশাল একটি অংশ এখনও অক্ষত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিকটি হামাস সম্পর্কে এই বিশ্লেষণ প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী এমন সময় দক্ষিণ গাজার খান ইউনিসে নতুন ফ্রন্ট খুলেছে যখন উত্তর গাজার অভিযান শেষ হতে এখনও বহু কিছু বাকি রয়েছে। বিমান হামলা চালিয়ে উত্তরে অবস্থিত গাজা সিটির বেশিরভাগ এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেয়া সত্ত্বেও ইসরাইলি স্থলাবাহিনী এখন পর্যন্ত সেখানে হামাসের শক্ত ঘাঁটিগুলোতে ঢুকতে পারেনি।

ইসরাইলি সেনা মুখপাত্র লে. কর্নেল রিচার্ড হেচ বলেন, “এখনও আমাদের বহু পথ বাকি। আমাদের সময় প্রয়োজন।” তবে গাজার বেসামরিক নাগরিকদের ব্যাপক প্রাণহানির কারণে যুদ্ধ বন্ধ করার জন্য তেল আবিবের ওপর আন্তর্জাতিক যে কূটনৈতিক চাপ রয়েছে তাতে ইসরাইলি বাহিনী আর কতটা সময় পাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।

ইসরাইলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন গত সোমবার এক বক্তব্যে বলেছেন, “ইসরাইলি কর্তৃপক্ষকে আরো স্পষ্ট করে বলতে হবে গাজায় তারা চূড়ান্তভাবে কী লক্ষ্য অর্জন করতে চায়।” তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে বলেন, “হামাসকে পুরোপুরি ধ্বংস করা? হামাসকে ধ্বংস করা যায়-এমন বক্তব্য কি কেউ বিশ্বাস করবে? যদি লক্ষ্য তাই হয় তাহলে এ যুদ্ধ ১০ বছর দীর্ঘায়িত হবে।”

এরইমধ্যে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গাজায় গতকাল পর্যন্ত ১৬,২০০ মানুষ নিহত হয়েছেন যাদের অন্তত ৬,০০০ শিশু।

ইসরাইলি সেনারা এখনও গাজা সিটির এক তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিতে পারেনি।  ওই এক-তৃতীয়াংশেই হামাস যোদ্ধাদের শক্ত অবস্থান রয়েছে বলে মনে করছেন ইসরাইলি সেনা গোয়েন্দা সংস্থার ফিলিস্তিন ডিপার্টমেন্টের সাবেক প্রধান মিশেল মিলষ্টেইন।  তার মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতির সময় এই গাজা সিটিরই একটি প্রধান স্কয়ারে মুখোশ পরিহিত হামাস যোদ্ধারা রেড ক্রসের কাছে পণবন্দিদের হস্তান্তর করেছে। এর মাধ্যমে হামাস শুধু পণবন্দি হস্তান্তর করেনি সেইসঙ্গে গাজা সিটিতে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৬

ট্যাগ