ডিসেম্বর ০৮, ২০২৩ ১৫:০৫ Asia/Dhaka
  • জি-৭ নেতাদের ভার্চুয়াল বৈঠক (৬ ডিসেম্বর ২০২৩)
    জি-৭ নেতাদের ভার্চুয়াল বৈঠক (৬ ডিসেম্বর ২০২৩)

শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী জি-৭ এর নেতারা তাদের ভার্চুয়াল বৈঠকে ইরানের বিরুদ্ধে যে ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলেছেন তা প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের অস্থিতিশীলতা ও নিরাপত্তহীনতার জন্য জিসেভেনভুক্ত কয়েকটি দেশই দায়ী।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানকে নিয়ে গঠিত জি-৭ এর নেতারা তাদের বুধবারের ভার্চুয়াল বৈঠকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরানকে দায়ী করেন। তারা এক বিবৃতিতে হামাস, হিজবুল্লাহ ও হুথিসহ অন্যান্য অ-রাষ্ট্রীয় গোষ্ঠীকে সমর্থন প্রদান বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানান। তারা আরো বলেন, ইরান যেন কখনও পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা না করে।

জি-৭ নেতাদের এসব বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরান বহুবার বলেছে, দেশটির প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো স্থান নেই।

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ প্রত্যাখ্যান করে কানয়ানি বলেন, তার দেশ বরং এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এসব নেতাকে ‘তিক্ত ঐতিহাসিক হাস্যরস’ করার জন্য অভিযুক্ত করে তিনি বলেন, জি-সেভেনভুক্ত কিছু দেশের উপনিবেশবাদী রাজত্বের অন্ধকার ইতিহাস রয়েছে। এছাড়া, এসব দেশ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে সামরিক আগ্রাসন চালিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। কাজেই শুধু মধ্যপ্রাচ্য নয় সেইসঙ্গে গোটা বিশ্বে অস্থিতিশীলতা ও নিরাপত্তহীনতা সৃষ্টির জন্য জি-সেভেনভুক্ত দেশগুলোকেই দায়ী করতে হবে; ইরানকে নয়।

জি-৭ নেতারা তাদের বিবৃতিতে ইরানকে তার প্রভাব ব্যবহার করে মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ সংগঠনগুলোকে ইসরাইল ও মার্কিনবিরোধী হামলা বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানান।

এর উত্তরে কানয়ানি বলেন, শিশু হত্যাকারী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলো যে যুদ্ধ করছে সেটি সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। ইরান যেমন ওই সিদ্ধান্ত নিতে তাদের বাধ্য করেনি তেমনি তাদেরকে এ কাজ থেকে বিরত রাখার ক্ষমতাও তেহরানের নেই। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর অবৈধ দখলদার ইসরাইলের পাশবিক গণহত্যার প্রতি সমর্থন দেয়ায় আমেরিকা ও ব্রিটেনের তীব্র নিন্দা  জানান ইরানের এই মুখপাত্র।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ