সিনেট ভবনের কাছে বিক্ষোভ
গাজায় যুদ্ধবিরতির দাবি জানানো বহু অ্যাক্টিভিস্ট আটক করল মার্কিন পুলিশ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদবাদী ইসরাইলের আগ্রাসন স্থায়ীভাবে বন্ধের দাবিতে মার্কিন সিনেট ভবনের কাছে বিক্ষোভ করা কয়েক ডজন অ্যাক্টিভিস্টকে আটক করেছে পুলিশ।
‘ইউএস ক্যাম্পেইন ফর প্যালেস্টাইনিয়ান রাইটস’ এবং ‘জিউশ ভয়েস ফর পিস’ নামক দুটি সংগঠনসহ আরো কয়েকটি সংগঠনের কর্মীরা এই বিক্ষোভ অংশ নেন। মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের অস্ত্র এবং সামরিক খাতের জন্য যে সহযোগিতা দিচ্ছে সেসব অর্থ আমেরিকার গৃহায়ন ও চাইল্ড কেয়ার খাতে ব্যয় করার দাবি জানান তারা। এ সময় বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় যুদ্ধ বিরতির দাবিতে নানা স্লোগান দেন এবং দুই-একজন বিক্ষোভকারী উঁচু ভবনে উঠে ফিলিস্তিনের পতাকা টাঙিয়ে দেয়।
মার্কিন ক্যাপিটল পুলিশ জানিয়েছে, তারা অন্তত ৫১ জন বিক্ষোভকারীকে আটক করেছে।
বিক্ষোভে অংশ নেয়া আদালত জাস্টিস প্রজেক্টের নির্বাহী পরিচালক সান্দ্রা তামারি বলেন, “হত্যা এবং মানবজীবন ধ্বংসে অর্থায়ন কাউকে নিরাপদ করবে না বরং এতে ঘৃণা-বিদ্বেষ বাড়বে এবং যুদ্ধ চলতেই থাকবে। এক্ষেত্রে সিনেটের অবশ্যই আমাদের দাবি কানে তোলা জরুরি এবং মানুষের জন্য অর্থায়ন না করে সামরিকতন্ত্রের পেছনে অর্থ যোগান দেয়া বন্ধ করা উচিত।”#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১২