ডিসেম্বর ২০, ২০২৩ ১০:৫৫ Asia/Dhaka
  • ইউক্রেন যুদ্ধ পশ্চিমা অস্ত্রের ‘গোপন সত্য’ প্রকাশ করে দিয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সামরিক বাহিনী মারাত্মক রকমের ক্ষতির মুখে পড়েছে এবং বিদেশী সাহায্য সমর্থন নিয়ে তারা যে কথিত পাল্টা অভিযান শুরু করেছিল তা ব্যর্থ হয়েছে।

গতকাল (মঙ্গলবার) রাজধানী মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড মিটিংয়ে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন। তিনি বলেন, পশ্চিমাদের কাছ থেকে অত্যন্ত উন্নতমানের অস্ত্রশস্ত্র পাওয়ার পরেও ইউক্রেনের সেনারা এই ক্ষতির মুখে পড়েছে। এর মাধ্যমে পশ্চিমা অস্ত্র দুর্ভেদ্য বলে এতদিন যে মিথ গড়ে তোলা হয়েছে তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেন এ পর্যন্ত ১৪ হাজার ট্যাংক এবং ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল হারিয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন কিয়েভকে তাদের সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে। এরমধ্যে রয়েছে জার্মানির লেপার্ড-টু, আমেরিকার আব্রামস ও ব্রিটেনের চ্যালেঞ্জার ট্যাঙ্ক এবং ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেলস। কিন্তু রাশিয়ার সেনারা একের পর এক এ সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে অথবা ইউক্রেনের সেনাদের কাছ থেকে কেড়ে নিতে সক্ষম হয়েছে। এ পরিস্থিতিতে রাশিয়া বিরুদ্ধে যুদ্ধের জন্য পশ্চিমারা প্রকৃতপক্ষে নতুন কোনো অস্ত্র আর খুঁজে পাচ্ছে না।

গত জুলাই মাসে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেন থেকে দখল করা পশ্চিমা অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আরো উন্নত করে ব্যবহারের উপযুক্ত করা হবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২০

ট্যাগ