ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১৩:৩৮ Asia/Dhaka
  • রাফাহ শহর রক্ষার অনুরোধ নাকচ করলো আন্তর্জাতিক বিচার আদালত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরকে রক্ষা করার জন্য দক্ষিণ আফ্রিকা জরুরি পদক্ষেপ নেয়ার জন্য যে আহ্বান জানিয়েছে তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। ইহুদিবাদী ইসরাইল মারাত্মক ঘনবসতিপূর্ণ রাফা শহরে স্থল অভিযান চালানোর সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন করেছে বলে খবর পাওয়া যাচ্ছে তখন দক্ষিণ আফ্রিকা রাফাহ রক্ষার ওই অনুরোধ জানায়।

আন্তর্জাতিক বিচার আদালত গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, রাফাহ শহরের বিপজ্জনক পরিস্থিতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের দাবি করে যা এই আদালত গত ২৬ জানুয়ারির আদেশে বলেছে। এখন আর নতুন কোনো আদেশের প্রয়োজন নেই কারণ রাফাহ শহরের বিদ্যমান অবস্থা পুরো গাজা উপত্যকা জুড়েই বিরাজমান। গাজা উপত্যকার জন্য যে আদেশ দেয়া হয়েছে তা রাফাহ শহরের জন্যও প্রযোজ্য।

আদালত বলেছে, গণহত্যা বিষয়ক কনভেনশনের আওতায় ইসরাইল আইসিজে’র আদেশ পালনে বাধ্য। এই আদেশে ইসরাইলকে সব ধরনের হত্যা, ধ্বংসযজ্ঞ এবং গাজায় গণহত্যার মতো পদক্ষেপ বন্ধ করতে বলা হয়।

কিন্তু ইসরাইল আইসিজে’র এই আদেশ এ পর্যন্ত মোটেই বাস্তবায়ন করেনি বরং গত সপ্তাহে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন যাতে সেখানে স্থল অভিযান চালানো যায়।# 

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৭

ট্যাগ