মে ২১, ২০২৪ ১০:৪৫ Asia/Dhaka
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে করমর্দন করেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে করমর্দন করেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুকে বিশ্ব নেতাদের শোক প্রকাশ অব্যাহত রয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস-এর মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জনগণ, সরকার এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন মহাসচিব।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরাও হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছেন।

প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শাহাদাতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি সমবেদনা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ৮৭ বছর বয়সী পোপ তার বার্তায় লিখেছেন, "আমি প্রেসিডেন্ট রায়িসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টার দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের জন্য সমবেদনা জানাচ্ছি।"

পোপ ফ্রান্সিস

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ। ইরানের নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি।

রাজা সালমানের বিবৃতি উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, "যেহেতু আমরা আপনাকে (মোহাম্মদ মোখবারের উদ্দেশে) এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণকে আমাদের গভীর ও আন্তরিক সমবেদনা পাঠাচ্ছি, আসুন আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি ক্ষমা করেন এবং তাদের (দুর্ঘটনায় নিহতদের) আত্মা যেন শান্তি পায়।"

বিবৃতিতে আরও বলা হয়, "তার (রায়িসি) আত্মা শান্তি পাক। আমরা আল্লাহর বান্দা এবং তার কাছেই ফিরে যাবো"।

সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ ৯ জন নিহত হন। মর্মান্তিক এই মৃত্যুতে ইরানে আজ থেকে ৫ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এছাড়া, সিরিয়া, লেবানন, ইরাক, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

ট্যাগ