মার্চ ০৮, ২০২৪ ১৪:৫৮ Asia/Dhaka
  • ইসরাইলে কাছে পাঠানো ১০০ অস্ত্রের চালান গোপন করেছে ওয়াশিংটন

জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের কাছে অন্তত ১০০টি অস্ত্রের চালান পাঠানোর খবর গোপন করেছে বলে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে। অবরুদ্ধ গাজায় ইসরাইল ভয়াবহ গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ থাকার পরও বাইডেন প্রশাসন তেল আবিবকে এসব সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করেছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা সম্প্রতি কংগ্রেসের এক রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানিয়েছেন। তারা বলেছেন, ইসরাইলকে যেসব সমরাস্ত্র সরবরাহ করা হয়েছে সেসবের মধ্যে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র, ছোট ব্যাসের বোমা, বাঙ্কার বাস্টার এবং হাল্কা অস্ত্রসহ অন্যান্য প্রাণঘাতী অস্ত্রসস্ত্র।

এমন সময় ১০০টি অস্ত্রের চালান পাঠানোর খবর প্রকাশিত হলো যখন গাজায় ভয়াবহ ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তেল আবিবের কাছে মাত্র দু’টি অস্ত্রের চালান পাঠানোর কথা প্রকাশ্যে ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। 

বাইডেন প্রশাসন মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরাইলকে ১০ কোটি ৬০ লাখ ডলার মূল্যের ট্যাংকের গোলা এবং ১৫৫ মিলিমিটার গোলা তৈরি করার জন্য ১৪ কোটি ৭৫ লাখ ডলার মূল্যের উপকরণ সরবরাহ করেছে। কিন্তু আরো ১০০টি অস্ত্রের চালান গোপন রাখা হয়েছে এজন্য যে, কংগ্রেসের কাছ থেকে এর প্রত্যেকটির অনুমোদন নেয়ার প্রয়োজন ছিল।

বাইডেন প্রশাসনের সাবেক কর্মকর্তা জরেমি কোনিনডিক এ সম্পর্কে বলেছেন, “অল্প সময়ের ব্যবধানে এত বেশি সংখ্যক অস্ত্রের চালান পাঠানো অভূতপূর্ব ঘটনা। এতে প্রমাণিত হয়, আমেরিকার পৃষ্ঠপোষকতা ছাড়া চলমান যুদ্ধে ইসরাইল টিকতে পারত না।”

গাজা যুদ্ধের ব্যাপারে বাইডেন প্রশাসনের নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগকারী মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা জশ পল বলেছেন, “ইসরাইলকে সমরাস্ত্র সরবরাহের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। কিন্তু মার্কিন জনগণের ট্যাক্সের টাকায় সরবরাহ করা এসব অস্ত্রের তথ্য জানার অধিকার আমাদের ছিল।”#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৮

ট্যাগ