মার্চ ১৩, ২০২৪ ১৫:০৪ Asia/Dhaka
  • ‘রুশ সম্পদ ইউক্রেনে পাঠালে মস্কোর জবাব বৈশ্বিক বিপর্যয়ের কারণ হতে পারে’

রাশিয়ার আটকৃত সম্পদ ইউক্রেনে পাঠালে তাতে মস্কোর পক্ষ থেকে যে প্রতিক্রিয়া আসবে, বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে তা বিপর্যয়ের কারণ হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার আটককৃত সম্পদ ইউক্রেনে পাঠানোর সময় এর একটি অংশ ইউরোক্লিয়ার হাউজে রাখা উচিত যাতে বিপদের সময় তা ব্যবহার করা যায়। তিনি এই বিপদ বলতে মূলত বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় বিপর্যয়ের আশঙ্কার কথা ইঙ্গিত করেছেন।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনী বিশেষ অভিযান শুরু করার পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার তিন হাজার কোটি ডলার মূলের সম্পদ আটক করেছে। এর মধ্যে ব্রাসেলসভিত্তিক ইউরোক্লিয়ার হাউজে বিশ হাজার ৫০০ কোটি ডলার মূল্যের সম্পদ রয়েছে। সম্প্রতি বিভিন্ন খবরাখবর থাকে জানা যাচ্ছে যে, ইউরোপীয় ইউনিয়ন দ্রুত এই সম্পদ ইউক্রেনের কাছে পাঠাতে চাইছে।

জানা গেছে, আগামী জুলাই মাস নাগাদ ইউরোপীয় ইউনিয়ন প্রথম পর্যায়ে ৩০০ কোটি ইউরো ইউক্রেনের কাছে পাঠাতে চায়। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ওই শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইউক্রেনের কাছে অর্থ পাঠানোর আগে ব্রাসেলসকে নিশ্চিত করতে হবে যে, এই পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হবে না।

ওই কর্মকর্তা বলেন, ইউরোপীয় ইউনিয়ন যদি ইউক্রেনের কাছে রাশিয়ার আটকৃত অর্থ পাঠায় তাহলে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর তিন হাজার ৩০০ কোটি ইউরো সমপরিমাণ অর্থ আটক করবে। এছাড়া হংকং এবং দুবাইয়ের রাখা ইউরোক্লিয়ার হাউজের অর্থও রাশিয়া আটক করতে পারে। এতে ইউরোপীয় ইউনিয়নে অর্থনৈতিক অচলাবস্থার সৃষ্টি হবে।#

 পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ