মার্চ ১৯, ২০২৪ ১৫:২১ Asia/Dhaka
  • রাশিয়া-ন্যাটো সংঘাতে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে: পুতিনের হুঁশিয়ারি

রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মধ্যে সম্ভাব্য সংঘাতের ভয়াবহ পরিণতির ব্যাপারে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনকে কেন্দ্র করে ন্যাটোর সঙ্গে রাশিয়ার সংঘাত বেধে যেতে পারে বলে উল্লেখ করে তিনি বলেছেন, “প্রত্যেকের কাছে এটি স্পষ্ট যে, ওই যুদ্ধ শুরু হলে পৃথিবী পূর্ণ-মাত্রার তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক-কদম দূরে থাকবে। আমার মনে হয় না কেউ সেরকম কিছু চায়।”

নতুন করে ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক বক্তব্যে ভ্লাদিমির পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে গতমাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে বক্তব্য দিয়েছিলেন তা বাস্তবায়ন করা হলে ন্যাটোর সঙ্গে সরাসরি রাশিয়ার যুদ্ধ বাধবে কিনা এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, আধুনিক বিশ্বে সবকিছু সম্ভব।

রুশ নেতা বলেন, তিনি আশা করছেন ম্যাকরন ইউক্রেন যুদ্ধের বিস্তৃতি ঘটানোর পরিবর্তে শান্তি খুঁজে বের করার কাজে ভূমিকা রাখবেন। 

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয় ১৫ থেকে ১৭ মার্চ। নির্বাচনে পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। এই জয়ের ফলে পুতিন আরও ছয় বছরের জন্য দেশটির ক্ষমতায় থাকছেন।

বিপুল জয়ের পর যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে উপহাস করে পুতিন বলেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের মেইল-ইন ভোটের (ডাকযোগে ভোট প্রদান) মতো নয়, সেখানে ১০ ডলার দিয়ে একটি ভোট কেনা যায়।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ