এপ্রিল ২৯, ২০২৪ ১৪:১১ Asia/Dhaka
  • হামাস যোদ্ধাদের হামলায় ইসরাইলের ১৪ সেনা হতাহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের সাথে প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষে অন্তত তিন দখলদার সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে। 

ইসরাইলের গণমাধ্যম এই হতাহতের খবর জানিয়ে বলেছে, নিহত রিজার্ভ সেনারা ইসরাইলের সামরিক সামরিক বাহিনীর ৯৯তম ডিভিশনের সদস্য ছিল। গাজার নেতজারিন চেক পয়েন্টের কাছে তারা নিহত হয়। এই নেতজারিন চেকপয়েন্টের মাধ্যমে উত্তর এবং দক্ষিণ গাজা বিভক্ত হয়েছে। ওই সংঘর্ষে ১১ জন ইহুদিবাদী সেনা আহত হয়।

ইসরাইলি গণমাধ্যম বলছে, হতাহত কয়েক সেনাকে হেলিকপ্টার করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেয়া হয়েছে তবে কয়েকজন যুদ্ধক্ষেত্রেই চিকিৎসা নিচ্ছে। 

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে যে, তারা নেতজারিন চেকপয়েন্টে ইহুদিবাদী সেনাদের কমান্ড সেন্টার লক্ষ্য করে মর্টারের ভারি গোলা দিয়ে হামলা চালায়। এই হামলায় ইসরাইলি সেনাদের ব্যবহার করা অবিস্ফোরিত গোলা ও বোমা ব্যবহার করা হয়েছে। 

ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে, গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে তাদের মোট ২৬০ জন সেনা নিহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৯

ট্যাগ