মে ১৫, ২০২৪ ১৯:১০ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতে চলমান লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন পদ্ম বাহিনীর ৪০০ আসনের দাবি করলেও ২০০ পেরোবে না বলে ভবিষ্যদ্বাণী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ জানিয়ে দেন, ভোটের পর বিজেপি হারলেই বিরোধীদের ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সবরকম সাহায্য করবে তৃণমূল কংগ্রেস।

পঞ্চম দফা ভোটের দিন কয়েক আগে আজ (বুধবার) হুগলিতে এক নির্বাচনি জনসভায় তিনি বলেন, চার দফায় যে ভোটগ্রহণ হয়েছে, তাতে বিজেপি হারবে। বাকি তিন দফাতেও জেতার খুব একটা সম্ভাবনা নেই। অনেক চিৎকার করবে, ইনিয়ে বিনিয়ে কথা বলবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না।'

মমতা আরও বলেন, 'আমি দিল্লির কথা বলছি। সেখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গঠন করে দেব আমরা, যাতে বাংলার মা-বোনেদের কোনও অসুবিধা না হয়, ১০০ দিনের কাজের টাকা না আটকায়।

উল্লেখ্য, চতুর্থ দফা নির্বাচনের দিন ভোটের সম্ভাব্য ফলাফল ঘোষণা করেছিলেন মমতা। তাঁর দাবি, ৩১৫টি আসনে জিতে এবার সরকার গড়বে ইন্ডিয়া জোট। এদিন হুগলির সভাতে দলের অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি।

ইন্ডিয়া জোট গঠনের প্রাথমিক পর্যায়ে তৃণমূল নেত্রী দাবি করেছিলেন যে, ওই নামকরণ তাঁরই করে দেওয়া। পরে কংগ্রেসের দাবি না মানা ও সিপিএম থাকায় ইন্ডিয়া জোটে সেইভাবে থাকেনি তৃণমূল। বাংলাতেও জোট হয়নি। তবে প্রচারে বারে বারেই ইন্ডিয়া জোটের নাম করছেন মমতা। আর এবার সরাসরি বাইরে থেকে বিরোধী জোটকে সমর্থনের ঘোষণাও করে দিলেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

ট্যাগ