মার্চ ২৭, ২০২৪ ১৫:৫৭ Asia/Dhaka
  • মস্কো কনসার্ট হলে হামলায় জড়িত সন্ত্রাসীদের শাস্তি দিতে সবকিছু করা হবে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তি আওতায় আনার জন্য মস্কো সবকিছু করবে। এজন্য তিনি রুশ কর্মকর্তাদের প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

গতকাল (মঙ্গলবার) মস্কোর প্রসিকিউটর অফিসে দেয়া বক্তৃতায় পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন বিচার প্রক্রিয়ার সাথে জড়িত কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে শাস্তির ব্যবস্থা করবে। এক্ষেত্রে রাষ্ট্রীয় আইনজীবীরা তাদের ক্ষমতার সীমার ভেতর থেকে অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

ন্যাশনাল এন্টি টেরোরিস্ট কমিটি বিভিন্ন রাশিয়ার গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ের ভিত্তিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

গত শুক্রবার মস্কোর উপকণ্ঠে একটি কনসার্ট হলে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী বন্দুক নিয়ে আমরা চালায় এবং তাতে অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর রাশিয়ার নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যাপক তল্লাশি চালিয়ে তাজিকিস্তানের চার নাগরিক আটক করেছে। এসব ব্যক্তি কনসার্ট হলে হামলায় সরাসরি জড়িত ছিল বলে রুশ নিরাপত্তা বাহিনী দাবি করছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৭

ট্যাগ