মার্চ ২৯, ২০২৪ ১৪:৩২ Asia/Dhaka
  • ‘মস্কোয় সন্ত্রাসী হামলা নিয়ে পশ্চিমাদের আচরণ সন্দেহজনক’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোর ক্রোকাস সিটি হলে যে সন্ত্রাসী হামলা হয়েছে তাতে ইউক্রেনকে নির্দোষ প্রমাণের জন্য আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, তাদের এ ধরনের আচরণ সন্দেহজনক। রাশিয়ার ইজভিস্তিয়া পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ এসব কথা বলেন।

গত শুক্রবার সন্ধ্যায় মস্কোর উপকণ্ঠে ক্রোকাস সিটি হলে কনসার্ট চলার সময় একদল মুখোশধারী সন্ত্রাসী সেখানে হামলা চালায় এবং ব্যাপক গুলিবর্ষণের মাধ্যমে অন্তত ১৪৩ জনকে হত্যা করে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের খোরাসান শাখা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নও কোনো প্রমাণ ছাড়াই তাৎক্ষণিকভাবে দায়েশের খোরাসান শাখাকে হামলার জন্য দায়ী করে।

এ প্রসঙ্গে ল্যাভরভ বলেন, পশ্চিমারা সক্রিয়ভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই কাজ করেছে এবং এ ব্যাপারে আর অন্য কাউকে বিশেষ করে ইউক্রেনকে সন্দেহ করার প্রয়োজন নেই। তারা পীড়াপীড়ি করছে, এ ব্যাপারে ইউক্রেনকে দোষ দেয়া যাবে না।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ