ইসরাইলিরা প্রথমে গুলি করে তারপর যাচাই করে: লিওন প্যানেট্রা
https://parstoday.ir/bn/news/world-i136416-ইসরাইলিরা_প্রথমে_গুলি_করে_তারপর_যাচাই_করে_লিওন_প্যানেট্রা
বারাক ওবামা সরকারের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন: এটা মোটেও আশ্চর্যের বিষয় নয় যে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাহায্যকারী কর্মীদের ওপর সাম্প্রতিক মারাত্মক বিমান হামলার পর ইসরাইলিরা তাদের ভুল স্বীকার করেছে, কারণ আমার অভিজ্ঞতায় তারা সাধারণত প্রথমে গুলি করে, তারপর যাচাই করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৭, ২০২৪ ১৪:৩৫ Asia/Dhaka
  • লিওন প্যানেট্রা
    লিওন প্যানেট্রা

বারাক ওবামা সরকারের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন: এটা মোটেও আশ্চর্যের বিষয় নয় যে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাহায্যকারী কর্মীদের ওপর সাম্প্রতিক মারাত্মক বিমান হামলার পর ইসরাইলিরা তাদের ভুল স্বীকার করেছে, কারণ আমার অভিজ্ঞতায় তারা সাধারণত প্রথমে গুলি করে, তারপর যাচাই করে।

প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্রা এবং সিআইএ'র সাবেক প্রধান সিএনএন-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন: আপনি যে তথ্য পেয়েছেন তার বস্তুনিষ্ঠতা নিশ্চিত হবার জন্য সময় নিতে হবে। কিন্তু এটা ইসরাইলিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমার অভিজ্ঞতায়, তারা সাধারণত আগে গুলি করে, তারপর প্রশ্ন জিজ্ঞাসা করে।

মার্কিন এই সাবেক প্রতিরক্ষামন্ত্রী গাজার গ্লোবাল সেন্ট্রাল কিচেনের সাহায্য কর্মীদের ওপর ইসরাইলি বিমান হামলার কয়েকদিন পর মন্তব্য করলেন। ওই ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭জন সাহায্যকর্মী প্রাণ হারায়।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।