এপ্রিল ১২, ২০২৪ ১৫:২২ Asia/Dhaka
  • রুশ-বিরোধী যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে ভোট দিলেন ইউক্রেনের সংসদ সদস্যরা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছেন ইউক্রেনের সংসদ সদস্যরা। একই সাথে যেসব সেনা তিন বছরের জন্য যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছিল তাদেরকে বিশ্রামে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) ‌ইউক্রেনের আইনসভা একটি দীর্ঘ প্রতীক্ষিত বিল পাস করার জন্য ভোটাভুটি করে যার লক্ষ্য দেশের বিপর্যস্ত সশস্ত্র বাহিনীকে পুনর্গঠিত করা। বিলটিতে ৩৬ মাস ধরে কাজ করা সৈন্যদের বিশ্রামে যাওয়ার অনুমতির কথা বলা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের একটি সংশোধনী এই সুযোগ বন্ধ করে দেয়। ফলে যুদ্ধরত সৈন্যদেরকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে।

ইউক্রেনের প্রভাবশালী পত্রিকা কিয়েভ পোস্টের খবর অনুসারে, ভোটাভুটিতে সংশোধনীর পক্ষে ২২৭ ভোট আর বিপক্ষে ২১টি ভোট পড়ে। ৯৭ জন সংসদ সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন।  

প্রস্তাব উত্থাপনকারী সংসদ সদস্যরা আশা করেছিলেন, যারা যুদ্ধ থেকে কিছুটা মুক্তির আশা করেন তারা প্রস্তাবের পক্ষে ভোট দেবেন।# 

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১২

ট্যাগ