এপ্রিল ১৯, ২০২৪ ১৫:০৭ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি নেবেনজিয়ার বক্তব্য
    জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি নেবেনজিয়ার বক্তব্য

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবে ভেটো দেয়ায় আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, পরিষদের বেশিরভাগ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়া সত্ত্বেও আমেরিকা ভেটো প্রদানের মাধ্যমে নিজের ফিলিস্তিন সংক্রান্ত সুপ্ত বাসনা প্রকাশ করে দিয়েছে।

বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া এক বক্তব্যে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘বিশ্ব সমাজের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দেশ’ ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদের পক্ষে অবস্থান নিয়েছে।

নেবেনজিয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে ‘ফিলিস্তিন সম্পর্কে নিজের প্রকৃত চিন্তাধারা’ প্রকাশ করে দিয়েছে। তিনি বলেন, ওয়াশিংটন মনে করে ‘ফিলিস্তিনিদের কোনো রাষ্ট্র থাকার অধিকার নেই’ এবং মার্কিন সরকার ‘ইসরাইলের স্বার্থ রক্ষা করা ছাড়া’ আর কিছু বোঝে না।

জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি বলেন, গাজা উপত্যকায় ‘ইসরাইলি অপরাধযজ্ঞের ব্যাপারে মার্কিন সরকার চোখ বন্ধ করে রেখেছে। সেইসঙ্গে জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিষয়টিও দেখে না দেখার ভান করছে ওয়াশিংটন।

নেবেনজিয়া বলেন, “আমেরিকার উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের আশা-আকাঙ্ক্ষা ভঙ্গ করা, তাদেরকে চিরকালের জন্য দখলদার শক্তির কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য করা, তাদেরকে সেবাদাস ও দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা এবং সম্ভবত, স্থায়ীভাবে তাদেরকে নিজ ভূখণ্ড থেকে জোর করে বের করে দেয়া।” রাশিয়ার এই কূটনীতিক সবশেষে বলেন, আমেরিকার এই অবস্থানের ফল হবে সম্পূর্ণ উল্টো।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ