‘ইসরাইলের বিরুদ্ধে আইসিসির তদন্ত নিয়ে দ্বৈত অবস্থান নিয়েছে আমেরিকা
(last modified Wed, 01 May 2024 06:44:27 GMT )
মে ০১, ২০২৪ ১২:৪৪ Asia/Dhaka
  • মারিয়া জাখারোভা
    মারিয়া জাখারোভা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা জারি এবং এই সংস্থার পক্ষ থেকে ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তের বিষয়ে মার্কিন সরকার দ্বৈত অবস্থান নিয়েছে বলে তীব্র সমালোচনা করেছে মস্কো। 

গতকাল (মঙ্গলবার) এক টেলিগ্রাম পোস্টে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এসব কথা বলেছেন। তিনি বলেন, "রাশিয়ার নেতৃত্বের বিরুদ্ধে আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ওয়াশিংটন পুরোপুরি সমর্থন করেছে। অথচ আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা নিজের ও তার মিত্রদের বেলায় আইসিসির কাঠামোর বৈধতা স্বীকার করে না। বুদ্ধিবৃত্তিকভাবে আমেরিকার এই ধরনের অবস্থান খুবই অযৌক্তিক।

২০২৩ সালের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে বিতাড়িত করার জন্য অভিযোগ তুলে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরোয়ানাকে খুবই ন্যায্য বলে মন্তব্য করেন। কিন্তু ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা মোকাবেলার জন্য একটি খসড়া বিল অনুমোদন করেছে। এছাড়া, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে বলেছেন, তারা ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিকে সমর্থন করেন না এবং আইসিসির এই এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১