জুন ১৭, ২০২৪ ১৭:১১ Asia/Dhaka
  • ফ্লোরিয়ান ফিলিপট
    ফ্লোরিয়ান ফিলিপট

পার্সটুডে- ফ্রান্সের দ্য প্যাট্রিয়টস পার্টির নেতা ফ্লোরিয়ান ফিলিপট বলেছেন, ন্যাটো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

ইউরোপে ডানপন্থী দলগুলোর জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে এই দলগুলো তুলনামূলক ভালো ফল করেছে। এরপর থেকেই ইউরোপের বিভিন্ন দেশে এসব দলের নেতাদেরকে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। এসব দলের অধিকাংশই ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো থেকে নিজ নিজ দেশকে বের করে নিয়ে যাওয়ার পক্ষে।

পার্সটুডে জানিয়েছে, ফ্রান্সের দ্য প্যাট্রিয়টস পার্টির নেতা ফ্লোরিয়ান ফিলিপট উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য ফরাসি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ফ্রান্স অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে। কাজেই জনগণ নিজেরা জেগে না উঠলে নিষ্ঠুর এবং বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত পেজে ফরাসি জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, 'আসুন আমরা ফরাসি রাজনীতি এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সার্কাসের কথা ভুলে গিয়ে বাস্তব পরিস্থিতির দিকে তাকাই। ন্যাটো নেতাদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, তারা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

সম্প্রতি ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো একটি পারমাণবিক জোট। পরমাণু অস্ত্র প্রস্তুত করার বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে।

তিনি দাবি করেন, ন্যাটোর লক্ষ্য হলো পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলা। তবে যতদিন বিশ্বে পরমাণু অস্ত্র থাকবে, ততদিন ন্যাটোও একটি পারমাণবিক জোট হিসেবেই থাকবে।#   

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ