শাস্তি থেকে ইসরাইলের রেহাই পাওয়া উচিত নয়: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
(last modified Fri, 21 Jun 2024 09:49:13 GMT )
জুন ২১, ২০২৪ ১৫:৪৯ Asia/Dhaka
  • ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো
    ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো

পার্সটুডে-ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট গুরুত্বের সাথে বলেছেন শাস্তি থেকে ইসরাইলের রেহাই পাওয়া উচিত নয়। তিনি আরও বলেন: এইসব অপরাধ যদি অন্য কোথাও সংঘটিত হত, তবে বিশ্ব চুপ করে থাকত না।

গতকাল (বৃহস্পতিবার) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ফিলিস্তিনি জনগণের বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেছেন:

ফিলিস্তিনের ওপর থেকে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটিয়ে সমস্যার মৌলিক সমাধানের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের নয়া আগ্রাসন শুরু হওয়ার পর ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং ৮৫ হাজারের বেশি আহত হয়েছে।

১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদের পরিকল্পনায় ইসরাইল গঠনের নীল-নকশা তৈরি হয়। তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে ইসরাইল প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সালে ইসরাইলের অস্তিত্ব ঘোষণা করা হয়। তারপর থেকে বংশ নির্মূল করার টার্গেট নিয়ে ইসরাইল ফিলিস্তিনি জনগণের ওপর বেপরোয়া গণহত্যা চালিয়ে এসেছে। ফিলিস্তিনীদের সমগ্র ভূমি দখলের জন্য ইসরাইল অসংখ্যবার গণহত্যা চালিয়েছে।#

কী-ওয়ার্ডস: ইন্দোনেশিয়া ও ফিলিস্তিন, গাজায় ইসরাইলি অপরাধ, ইসরাইলি দখলদারিত্ব, ইংল্যান্ড ও ইসরাইল

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ