বিশ্ব কি আরেকটি করোনা মহামারী সহ্য করতে পারবে?
https://parstoday.ir/bn/news/world-i139038
পার্সটুডে-আফ্রিকা মহাদেশে মার্কিন জীবাণু অস্ত্র তৈরির পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। রাশিয়ার সেনাবাহিনীর পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ওই তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২৬, ২০২৪ ১৯:০৪ Asia/Dhaka
  • বিশ্ব কি আরেকটি করোনা মহামারী সহ্য করতে পারবে?

পার্সটুডে-আফ্রিকা মহাদেশে মার্কিন জীবাণু অস্ত্র তৈরির পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। রাশিয়ার সেনাবাহিনীর পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ওই তথ্য জানিয়েছে।

রাশিয়ার সেনাবাহিনীর প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইগোর কিরিলোফ গতকাল (মঙ্গলবার) জানিয়েছেন: আফ্রিকায় মার্কিন সামরিক-জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই মর্মে তাদের কাছে অনেক নথিপত্র রয়েছে বলে জানান তিনি।

কিরিলোফ আরও জানান, পেন্টাগনের আর্থিক সহায়তায় ইথিওপিয়ায় একটি যৌথ পরীক্ষাগার ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনীর প্রতিরক্ষা ইউনিটের ওই কমান্ডার আরও বলেন: ইউএস আর্মি ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজের কর্মচারীরাও ২০২৩ সালে কেনিয়ায় 'ব্যাট অর্থোহ্যান্টাভাইরাস' নিয়ে একটি গবেষণা চালিয়েছিলেন।

ওই প্রকল্পে ইউক্রেনের ভূমিকা নিয়েও কথা বলেন মি. কিরিলোফ। তিনি জানান ইউক্রেনে তেজস্ক্রিয় পদার্থ আমদানির সাংগঠনিক, লজিস্টিক এবং আর্থিক দিকগুলো সেদেশের প্রেসিডেন্টের দফতর প্রধান ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করে।

রুশ এই কর্মকর্তা বলেন: ইউক্রেনে নেওয়া তেজস্ক্রিয় উপাদান দিয়ে একটি নোংরা বোমা তৈরি করে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।

আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী আমেরিকার জৈব-সামরিক বোমা তৈরির বিপদের ব্যাপারে রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করেছে। মার্কিন অঅমেরিকা ১৯৭২ সালে অনুমোদিত এবং ১৯৭৫ সাল থেকে বাস্তবায়িত 'জৈব অস্ত্র কনভেনশন'র সদস্য। অথচ বাস্তবতা হলো এই আমেরিকাই অ-মানবীয় অস্ত্রের বিভিন্ন ধরণের উন্নয়নে সবার চেয়ে অগ্রগামী হিসাবে বিবেচিত।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন