ডলারমুক্ত বাণিজ্য প্রক্রিয়ায় পশ্চিমা দেশগুলোর যোগদানের ব্যাপারে ব্রিকসের শর্ত
পার্সটুডে-রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডলারমুক্ত বাণিজ্যিক প্রক্রিয়ায় পশ্চিমা দেশগুলোর যোগ দেওয়ার শর্ত ঘোষণা করেছেন। তিনি বলেছেন এই প্রক্রিয়ায় পশ্চিমা দেশগুলোর যোগ দেওয়ার শর্ত হলো আগ্রহী দেশগুলোকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। রাশিয়া বর্তমানে ব্রিকস গ্রুপের দায়িত্বে রয়েছে।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আরও বলেন যেসব পশ্চিমা দেশ বিশ্ব বাণিজ্যে ডি-ডলারাইজেশন প্রক্রিয়ায় যোগ দিতে চায় তাদের লক্ষ্য স্পষ্ট করতে হবে। পার্সটুডে ইরনা'র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রিয়াবকভ আরও বলেছেন: এই আন্তর্জাতিক সংস্থার সভাপতিত্বের মেয়াদকালে মস্কো ডলারকে দুর্বল করতে এবং চুক্তিতে এটিকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করতে সফল হয়েছে। এই প্রক্রিয়ার ধারাবাহিকতা এখন তিনি ব্রিকসের পরবর্তী সভাপতি হিসেবে ব্রাজিলের কাছে অর্পণ করেছেন।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন: অবৈধ নিষেধাজ্ঞার কারণে ডি-ডলারাইজেশনের ঝুঁকি রয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন: এ ধরনের ঝুঁকি মোকাবেলা করার সমাধানও রয়েছে।
নয়া অর্থনৈতিক জোট ব্রিকস (BRICS) ২০০৬ সালে ব্রাজিল, চীন, ভারত এবং রাশিয়ার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী বছরগএলাতে দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়া ওধীরে ধীরে এই জোটে যোগ দেয়।
ব্রিকসের গত সপ্তার বৈঠকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রধান সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।