ব্রিকস দেশের তরুণ বিজ্ঞানী সমাবেশ; উদ্ভাবনী ও ভাষাগত বৈচিত্র্যের মিলনমেলা
https://parstoday.ir/bn/news/world-i143988-ব্রিকস_দেশের_তরুণ_বিজ্ঞানী_সমাবেশ_উদ্ভাবনী_ও_ভাষাগত_বৈচিত্র্যের_মিলনমেলা
পার্সটুডে-তরুণ বিজ্ঞানীদের ৪র্থ কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যোগাযোগের উন্নয়নের জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৯, ২০২৪ ১৬:২৪ Asia/Dhaka
  • ব্রিকস দেশের তরুণ বিজ্ঞানী সমাবেশ
    ব্রিকস দেশের তরুণ বিজ্ঞানী সমাবেশ

পার্সটুডে-তরুণ বিজ্ঞানীদের ৪র্থ কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যোগাযোগের উন্নয়নের জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার।

রাশিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি দশকের অন্যতম প্রধান ইভেন্ট হিসাবে তরুণ বিজ্ঞানীদের ৪র্থ কংগ্রেস, ২৭ থেকে ২৯ নভেম্বর সিরিয়াস ফেডারেল অঞ্চলে অনুষ্ঠিত হবে। ব্রিকস ইন্টারন্যাশনাল টেলিভিশন নেটওয়ার্ক ব্রিকস টিভি'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, এই ইভেন্টটির সঙ্গে টিভি ব্রিকস মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করার জন্য গবেষক, বিশেষজ্ঞ, শিল্পপতি এবং সরকারের প্রতিনিধিগণ সমবেত হবেন।

চলতি বছরের কংগ্রেসে ব্রাজিল, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ এবং কাজাখস্তানসহ ব্রিকস সদস্য দেশগুলোর ব্যাপক অংশগ্রহণ থাকবে। এই ইভেন্টে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত ৫০০ টিরও বেশি আবেদন নিবন্ধিত হয়েছে।

এই কংগ্রেসের একটি উল্লেখখযোগ্য বৈশিষ্ট্য হল উন্নত প্রযুক্তির ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবসায়িক অ্যাপ্লিকেশনগুলোতে রাশিয়ান, ইংরেজি, চীনা এবং ফরাসি ভাষায় একযোগে অনুবাদের ব্যবস্থা থাকবে। এছাড়াও, দর্শকরা QR কোডের মাধ্যমে চীনা, পর্তুগিজ এবং আরবি ভাষার মতো বিভিন্ন ভাষায় গাইড ব্যবহার করতে পারবে।

স্বেচ্ছাসেবকদের বিশাল উপস্থিতি এবং বিচিত্র কর্মসূচি

বিদেশী অংশগ্রহণকারীদের সাহায্য করার জন্য ফার্সি, আরবি, বাংলা, ভিয়েতনামী, স্প্যানিশ, চাইনিজ, পর্তুগিজ, থাই, ফ্রেঞ্চ, হিন্দি ভাষাসহ অন্যান্য ভাষায় অভিজ্ঞ ও সাবলীল ২৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক এই ইভেন্টে কাজ করবেন।

রাশিয়ার কংগ্রেস ফাউন্ডেশন, বিজ্ঞান ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এবং বৈজ্ঞানিক ও শিক্ষাগত ক্ষেত্রে যুব বিষয়ক সমন্বয় পরিষদের সহযোগিতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।