কেনিয়ায় বন্দুকধারীর হামলায় ৪ পুলিশ কর্মকর্তা নিহত
(last modified Thu, 14 Jul 2016 11:56:45 GMT )
জুলাই ১৪, ২০১৬ ১৭:৫৬ Asia/Dhaka
  • সোমালিয়ায় তৎপর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আশ-শাবাব গোষ্ঠী( ফাইল ফটো)
    সোমালিয়ায় তৎপর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আশ-শাবাব গোষ্ঠী( ফাইল ফটো)

কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি থানায় এক বন্দুকধারীর হামলায় অন্তত চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। উগান্ডার সীমান্তের কাছে অবস্থিত কেনিয়ার পশ্চিম পোকোত কাউন্টির কাপেঙ্গুরিয়ার থানায় আজ (বৃহস্পতিবার) এই হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

সোমালিয়ায় তৎপর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আশ-শাবাব গোষ্ঠীর সন্দেহভাজন ওই বন্দুকধারীকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে থানায় আটক করা হয়েছিল। এক পর্যায়ে বল প্রয়োগ করে এক নিরাপত্তা কর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে ওই ব্যক্তি হামলা চালালে এসব পুলিশ কর্মকর্তার নিহতের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।’ তিনি আরো বলেন, ‘হামলাকারী একটি কক্ষের ভেতর নিজেকে আটকে রেখেছে এবং আমরা এখন তাকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করছি। আমরা থানাটিকে এখন ঘিরে রেখেছি।’ অবশ্য কেনিয়ার সংবাদমাধ্যম এর সংখ্যা ছয় জন বলে দাবি করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪

 

ট্যাগ