জরিপের ফলাফল: জেন-জিরা ইসরাইলি পণ্যকে ঘৃণা করে!
https://parstoday.ir/bn/news/world-i146716
পার্সটুডে- মাঠ পর্যায়ের গবেষণা এবং জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, বিশ্বব্যাপী ভোক্তাদের মধ্যে ইসরাইলি পণ্যের চাহিদা খুবই কম।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২৫ ১৮:১৩ Asia/Dhaka
  • জরিপের ফলাফল: জেন-জিরা ইসরাইলি পণ্যকে ঘৃণা করে!

পার্সটুডে- মাঠ পর্যায়ের গবেষণা এবং জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, বিশ্বব্যাপী ভোক্তাদের মধ্যে ইসরাইলি পণ্যের চাহিদা খুবই কম।

ইসরাইলি ওয়েবসাইট গ্লোবস এই বাস্তবতা স্বীকার করে বলেছে, ইসরাইলি ব্র্যান্ডের অবস্থান সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। বার্তা সংস্থা 'মেহের' এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ২০টি দেশের ৪০ হাজার মানুষের মধ্যে ছয়টি সূচককে কেন্দ্র করে পরিচালিত একটি জরিপে দেখা গেছে দখলদার ইসরাইলের বাণিজ্যিক ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে কমে গেছে। এই জরিপে যেসব সূচককে স্থান দেওয়া হয়েছে সেগুলো হলো- রাজনীতি, সংস্কৃতি, জনগণ, রপ্তানি, অভিবাসন এবং পর্যটন।

এছাড়াও, আল-মায়াদিন টিভি চ্যানেলের প্রতিবেদনেও বলা হয়েছে, 'জেনারেশন জেড' বা সংক্ষেপে 'জেন-জি' নামের নতুন প্রজন্ম ইহুদিবাদী ইসরাইলের বিরোধী এবং তারা প্রতিটি সূচকে ইসরাইলকে কম স্কোর দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দখলদার ইসরাইলের পণ্যের উপর কার্যত নিষেধাজ্ঞা রয়েছে, যা ইসরাইলি পণ্যের রপ্তানিকে বড় ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ইসরাইলে তৈরি হওয়ার কোনো চিহ্ন বা আলামত থাকলেই সেসব পণ্যকে নতুন প্রজন্ম ঘৃণাভরে বয়কট করেছে।

বিশ্বব্যাপী ইসরাইলি ব্র্যান্ডের বাজার তৈরির লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে মতি শরাফ নামের এক ব্যক্তি। তিনি ইসরাইলি ব্র্যান্ডগুলো নিয়ে একটি কোম্পানিও প্রতিষ্ঠা করেছেন। তিনি বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি ব্র্যান্ডগুলোর অবস্থা খুবই খারাপ হয়েছে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।