ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে একনজর
(last modified Wed, 12 Mar 2025 11:42:52 GMT )
মার্চ ১২, ২০২৫ ১৭:৪২ Asia/Dhaka
  • তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদভ
    তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদভ

পার্সটুডে: তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদভ বলেছেন যে ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়ন এবং ইরানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তবায়ন খুব শিগগিরি শুরু হতে যাচ্ছে।

ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি সম্প্রতি টিভিব্রিক্সের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে বাণিজ্য, সংস্কৃতি এবং পর্যটন ক্ষেত্রে রাশিয়া-ইরান সহযোগিতা সম্পর্কে কথা বলেছেন। পার্সটুডে অনুসারে আলেক্সি দেদভ বলেছেন, "রাশিয়া এবং ইরানের মধ্যে বাণিজ্য সাধারণত ইতিবাচক প্রবণতা দেখাচ্ছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ গত বছরের তুলনায় এই বছর প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে যা ছিল ৪.২ বিলিয়ন ডলার।"

লেনদেন প্রক্রিয়া

রাশিয়ান কূটনীতিক বলেন যে রাশিয়া ইরানি শেতাব পেমেন্ট সিস্টেম কার্ড গ্রহণ শুরু করেছে এবং রাশিয়ার মির কার্ড শিগগিরি ইরানে গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, "দুটি দেশ তাদের আর্থিক এবং ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে প্রায় সম্পূর্ণরূপে জাতীয় মুদ্রায় পারস্পরিক লেনদেন করার দিকে চলে গেছে।" এই পদক্ষেপগুলো অর্থনৈতিক সহযোগিতার সুযোগকে প্রসারিত করবে।

মুক্ত বাণিজ্যের শর্ত শিথিল করা

আলেক্সি দেদভ ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন এবং ইরানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির কথাও উল্লেখ করে বলেন: "আজ ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়ন ১৯ কোটি জনসংখ্যার একটি বাজার যা ইরানকে পণ্য আমদানির জন্য অগ্রাধিকারমূলক শর্ত, সহজ শুল্ক পদ্ধতি এবং সহজ প্রযুক্তিগত নিয়মাবলী প্রদান করার সুযোগ দিচ্ছে।" ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সদস্য দেশগুলোর রপ্তানিকারকদের জন্য ইরানের বাজারে একই শর্ত প্রযোজ্য। এটি একটি সম্পূর্ণ পারস্পরিক উপকারী সহযোগিতা যা জনগণের স্বার্থে কাজ করে।

সাংস্কৃতিক দিবস

দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার কথা উল্লেখ করে ইরানে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আরও বলেন " চলতি বছর জুনে ইরানে রাশিয়ান সাংস্কৃতিক দিবসের আয়োজন করা হয়েছে।

পর্যটন

তিনি ইরান ও রাশিয়ার মধ্যে পর্যটন সম্পর্কে আরও বলেন,  ২০২৪ সালে দ্বিপাক্ষিক পর্যটন সম্পর্ক ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাশিয়ায় ইরানি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং একই সময়ে, ৫,০০০ রাশিয়ান পর্যটক ইরান ভ্রমণ করেছেন।

পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির কথা উল্লেখ করে রুশ কূটনীতিক আরও বলেন,  ইরানের বুশেহর বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট নির্মাণসহ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি সম্পর্কিত প্রকল্পগুলো বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। চিকিৎসা আইসোটোপের ক্ষেত্রেও সহযোগিতা রয়েছে এবং এই সহযোগিতা রোগীর চিকিৎসার স্তর উন্নত করতে সাহায্য করবে।

আন্তর্জাতিক প্ল্যাটফর্ম

"ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদারে ব্রিকসের ভূমিকাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?" এই প্রশ্নের উত্তরও দিয়েছেন আলেক্সি দেদভ। তিনি ব্রিকস টিভিকে বলেন: "ইরানি অংশীদারদের সঙ্গে সহযোগিতার জন্য ব্রিকস একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। কারণ এই কাঠামোর মূল্যবোধ যার মধ্যে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, জাতীয় সার্বভৌমত্ব এবং পারস্পরিক স্বার্থ, প্রতিটি দেশের নিজস্ব উন্নয়নের পথ বেছে নেওয়ার অবিচ্ছেদ্য অধিকারের স্বীকৃতি এবং সেইসঙ্গে সংহতি ও   পারস্পরিক সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে মস্কো এবং তেহরান এগুলোর প্রতি সম্পূর্ণরূপে শ্রদ্ধাশীল এবং সমর্থক।#

পার্সটুডে/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।