এই সময়ে ইরানি নাগরিক আটক থেকে মনে হচ্ছে পর্দার আড়ালে কিছু একটা ঘটছে: পররাষ্ট্রমন্ত্রী
-
সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ব্রিটেনে আটক ইরানি নাগরিকদের সম্পর্কে প্রচারিত বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, "বর্তমান সময়কে বেছে নেওয়ার পাশাপাশি এ বিষয়ে কোনো যোগাযোগ না করা থেকে মনে হচ্ছে পর্দার আড়ালে কিছু একটা হচ্ছে।"
গত রোববার ব্রিটিশ পুলিশ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সাতজন ইরানিসহ আটজনকে গ্রেপ্তার করেছে। পার্সটুডে এ তথ্য জানিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি নিজের এক্স পেজে লিখেছেন, ইরান সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধের মতো কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।
ইরানের এই জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছে যাতে অভিযোগের বিষয়ে তদন্ত করা যায়।
আরাকচি আরও বলেন, এর আগেও দেখা গেছে তৃতীয় পক্ষ কূটনীতিকে তার পথ থেকে বিচ্যুত করতে এবং মিথ্যা দাবি করে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আসলে কী ঘটেছে তা স্পষ্ট করার জন্য সহযোগিতা করতে তেহরান প্রস্তুত আছে।
এর আগে গতকাল বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর হাতে কয়েকজন ইরানি নাগরিক আটক হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইরানিদের নাগরিক অধিকারের প্রতি সম্মান প্রদান এবং তাদেরকে ন্যায্য বিচার প্রদানের জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন