ইরানি ক্ষেপণাস্ত্রে মার্কিন 'থাড' প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা, মজুত কমল ৩০%
(last modified Sat, 05 Jul 2025 11:04:03 GMT )
জুলাই ০৫, ২০২৫ ১৭:০৪ Asia/Dhaka
  • মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা \\\'থাড\\\'
    মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা \\\'থাড\\\'

পার্স টুডে – ইরান-ইসরাইল ১২ দিনের যুদ্ধের সময় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'থাড'-এর মজুত প্রায় শূন্যে পৌঁছে গিয়েছিল বলে জানিয়েছে ইংরেজি ভাষার নিউজ চ্যানেল 'প্রেস টিভি'।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-এর জুনে ইসরাইলে ইরান অপারেশন ট্রু প্রমিজ-৩ এর অভিযানের সময় মার্কিন থাড (THAAD) প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর মজুত প্রায় শেষ হয়ে যায়। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি ইসরাইলকে সুরক্ষা দিতে মোতায়েন করা হয়েছিল।

মার্কিন ডিফেন্স ম্যাগাজিন ও নিরপেক্ষ বিশ্লেষকদের বরাত দিয়ে প্রেস টিভি জানায়, ইসরাইলকে সাহায্য করতে গিয়ে আমেরিকার নিজের কৌশলগত ক্ষেপণাস্ত্র রিজার্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

লকহিড মার্টিন কোম্পানি নির্মিত থাড প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি মূলত মধ্য-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র—বিশেষ করে ইরান ও ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রপ্রতিহত করার জন্য তৈরি।

এই প্রতিরক্ষা ব্যবস্থা বিস্ফোরক কনভেনশন ব্যবহার না করে "হিট টু কিল" (সরাসরি আঘাতে ধ্বংস) পদ্ধতিতে কাজ করে। তবে এই পদ্ধতির সীমাবদ্ধতা রয়েছে: এটি বাস্তব ও ছদ্ম কৌশলের ক্ষেপণাস্ত্র আলাদা করতে কঠিন, বৃহৎ আকারের একযোগে আক্রমণের সময় দুর্বল হয়ে পড়ে এবং হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের বিপক্ষে এটি কার্যকর নয়।

প্রেস টিভি জানিয়েছে, ইরান এই যুদ্ধে ইসরাইলে আনুমানিক ৩৭০ থেকে ৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা থাড সিস্টেমের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। প্রথম দিকে ইরান পুরোনো লিকুইড-ফুয়েল্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলের ডিফেন্স সিস্টেমকে ক্লান্ত করে দেয়। পরে, যখন ইসরাইলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রায় শেষ হয়ে যায়, তখন ইরান আধুনিক উন্নত, উচ্চ-চালনাযোগ্য ও কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা করে। 

ইসরাইলি পত্রিকা হাআরেত্জ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র মিলে আনুমানিক ২০০টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার মূল্য প্রায় ১.৫ বিলিয়ন ডলার।

প্রেস টিভি'র প্রতিবেদনে বলা হয়েছে, থাড (THAAD) সিস্টেমের ক্ষেপণাস্ত্র রিজার্ভ মারাত্মকভাবে কমে গেছে। যুদ্ধে কমপক্ষে ৪৮টি থাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা একটি সম্পূর্ণ থাড ব্যাটারির সমান। যেহেতু ইসরাইলে দুটি থাড ব্যাটারি মোতায়েন ছিল এবং আগে থেকেই ইয়েমেনি হামলার কারণে ব্যবহৃত হচ্ছিল, তাই ৯৬টি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হওয়ার সম্ভাবনাই বেশি। এই সংখ্যাটি এটা আমেরিকার মোট থাড ক্ষেপণাস্ত্র রিজার্ভের প্রায় ৩০% কমিয়ে দিয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, গত তিন বছরে যুক্তরাষ্ট্র কেবল ৪১টি নতুন থাড ক্ষেপণাস্ত্র অর্ডার করেছে, যার একটি অংশ রপ্তানির জন্য বরাদ্দ। এই কম উৎপাদন হার থেকেই বোঝা যায় যে, ধীর গতির পুনঃউৎপাদন এবং উচ্চ-ঘনত্বের ক্ষেপণাস্ত্র যুদ্ধে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কতটা ঝুঁকিপূর্ণ। #

পার্সটুডে/এমএআর/৫