যৌথ শিল্প অঞ্চল গড়তে তেহরানের কাছে রাশিয়ার প্রস্তাব
ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর ইরানের অবিচলতায় গলদর্ঘম ট্রাম্প!
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পার্স টুডে - ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একটি জার্মান সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন: চাপের মুখে তেহরান তার পারমাণবিক অধিকার ত্যাগ করবে না।
পার্স টুডে-র খবরে বলা হয়েছে, রবিবার জার্মান ম্যাগাজিন স্টার্নকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি পারমাণবিক আলোচনায় ইরানের সদিচ্ছার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহার এবং প্রতিশ্রুতি মেনে চলতে ইউরোপের ব্যর্থতা তাদের প্রতি ইসলামী ইরানের অবিশ্বাসকে তীব্র করেছে।
তিনি পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ সংক্রান্ত ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়াকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি দেশটি অঙ্গীকারবদ্ধ থাকার স্পষ্ট যুক্তি বা কারণ বলে উল্লেখ করেছেন। বাকায়ি জোর দিয়ে বলেন যে, চাপের মুখে ইরান তার পারমাণবিক অধিকার ত্যাগ করবে না এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইউরোপকে জবাবদিহি করতে হবে। কাজ চলছে....
সমৃদ্ধকরণের অধিকার রক্ষায় ইরানের জেদ নিয়ে বিপাকে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রক্ষার ওপর জোর দেয়ার বিষয়ে তার উৎকণ্ঠা প্রকাশ করে ভিত্তিহীন দাবি তুলে বলেছেন, আমরা ইরানকে পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দিতে পারি না, কিন্তু ইরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বলে যাচ্ছে এবং তা অব্যাহত রাখবে বলে উল্লেখ করছে, কিন্তু আমরা তা বাস্তবায়নের সুযোগ তাদের দেবন না। রবিবার রাতে স্কটল্যান্ডের টার্নবেরিতে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেয়েনের সাথে তার বৈঠকের শুরুতে ট্রাম্প এই দাবি করেন।
হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনি সমর্থকদের বিক্ষোভ
গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বেশ কয়েকজন ফিলিস্তিনি সমর্থক বিক্ষোভ করেছেন। রবিবার রাতে বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীরা অপুষ্টিতে মারা যাওয়া শিশুদের ছবি তুরে ধরেছিলেন।
উত্তর কোরিয়া: সম্পর্ক উন্নয়নের জন্য আমরা সিউলের সাথে আলোচনায় আগ্রহী নই
দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতির সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার প্রতিক্রিয়ায়, উত্তর কোরিয়া ঘোষণা করেছে যে তারা এই বিষয়ে এবং সিউলের সাথে আলোচনায় আগ্রহী নয়। উত্তর কোরিয়ার নেতার বোন এবং দেশটির ওয়ার্কার্স পার্টির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কিম ইয়ো-জং রবিবার সকালে বলেছেন: "যদি দক্ষিণ কোরিয়া তার সমস্ত কর্মকাণ্ডের পরিণতির ক্ষতিপূরণ কয়েকটি আবেগঘন কথার মাধ্যমে আশা করে, তবে এটা বলতেই হবে যে এর চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না।"
তিনি আরও বলেন, সিউল-মার্কিন নিরাপত্তা জোটের প্রতি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে-মিয়ংয়ের প্রতিশ্রুতি দেখিয়ে দিচ্ছে যে তিনি তার পূর্বসূরীর থেকে আলাদা নন।
যৌথ শিল্প অঞ্চল গড়তে তেহরানের কাছে রাশিয়ার প্রস্তাব
রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী দিমিত্রি সের্গেভিচ গ্লুখারভ সারাখস বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইরানের উত্তর-পূর্বে) অনুকূল ট্রানজিট অবকাঠামো থাকার প্রেক্ষাপটে ইরানের সাথে একটি যৌথ শিল্প অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন। তিনি উভয় দেশের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষমতা পুনরুদ্ধার এবং উত্তর-দক্ষিণ করিডোর সক্রিয় করার ওপও জোর দিয়েছেন।
আল-হাইয়্যাহ: আমরা কখনও গাজার জনগণের রক্তকে পদদলিত হতে দেব না
গাজা উপত্যকার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিশিষ্ট নেতা খলিল আল-হাইয়্যাহ সোমবার রাতে জোর দিয়ে বলেছেন: "গাজার জনগণের নিপীড়িত তথা রক্তাক্ত হওয়ার আর্তনাদ ও ত্যাগের আদর্শ আমাদের কাঁধে একটি আমানত এবং আমরা কখনই এই রক্তকে পদদলিত হতে দেব না।"
গাজা উপত্যকায় ৮৮৮ ইসরায়েলি সেনা নিহত
ইসরায়েলি ডেমোক্রেটিক পার্টির প্রধান ইয়ার গোলান বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের কর্মক্ষমতার সমালোচনা করে বলেছেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৮৮৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি ডেমোক্রেটিক পার্টির প্রধান আরও বলেন: গাজায় যুদ্ধ শেষ করতে হবে এবং বন্দীদের মুক্তি দেয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে হবে। #
পার্সটুডে/এমএএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।