গতকাল বাইডেন, আজ ট্রাম্প / মার্কিন প্রেসিডেন্টদের ডিমেনশিয়ার পুনরাবৃত্তির দৃশ্যকল্প
https://parstoday.ir/bn/news/world-i150846
পার্সটুডে-মার্কিন দৈনিক "ইউএসএ টুডে" ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ওপর একটি প্রতিবেদন করেছে। ওই প্রতিবেদনে সফরকালে প্রেসিডেন্টের অযৌক্তিক কথাবার্তা উদ্ধৃত করে তাঁকে ডিমেনশিয়ায় আক্রান্ত বলে পরোক্ষভাবে অভিযুক্ত করা হয়েছে।
(last modified 2025-08-02T11:14:23+00:00 )
আগস্ট ০১, ২০২৫ ১৮:০২ Asia/Dhaka
  • গতকাল বাইডেন, আজ ট্রাম্প / মার্কিন প্রেসিডেন্টদের ডিমেনশিয়ার পুনরাবৃত্তির দৃশ্যকল্প
    গতকাল বাইডেন, আজ ট্রাম্প / মার্কিন প্রেসিডেন্টদের ডিমেনশিয়ার পুনরাবৃত্তির দৃশ্যকল্প

পার্সটুডে-মার্কিন দৈনিক "ইউএসএ টুডে" ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ওপর একটি প্রতিবেদন করেছে। ওই প্রতিবেদনে সফরকালে প্রেসিডেন্টের অযৌক্তিক কথাবার্তা উদ্ধৃত করে তাঁকে ডিমেনশিয়ায় আক্রান্ত বলে পরোক্ষভাবে অভিযুক্ত করা হয়েছে।

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও তার বিভ্রান্তিকর কথাবার্তা এবং কাজের মাধ্যমে বহুবার ডিমেনশিয়ার জন্য অভিযুক্ত হয়েছেন, যে কারণে রিপাবলিকানরা এমনকি ডোনাল্ড ট্রাম্পও তার পদত্যাগের দাবি করেছেন। ইসনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, স্কটল্যান্ড সফরকালে অযৌক্তিক কথাবার্তা উদ্ধৃত করে "ইউএসএ টুডে" প্রেসিডেন্ট ট্রাম্পকে মানসিক প্রতিবন্ধী বলে অভিহিত করেছে। আমেরিকার এই দৈনিকের প্রতিবেদনে লেখা হয়েছে: স্কটল্যান্ড সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট "ডোনাল্ড ট্রাম্প" যে অযৌক্তিক এবং উদ্ভট বক্তব্য দিয়েছেন তা তার মানসিক ক্ষমতার অবক্ষয়ের আরেকটি প্রমাণ।

সংবাদপত্রটি বিশেষভাবে ট্রাম্পের মানসিক প্রতিবন্ধকতার উদাহরণ হিসেবে স্কটল্যান্ডে বিদ্যুৎ উৎপাদনে উইন্ড টারবাইন নিয়ে তাঁর মন্তব্য, গাজায় ক্ষুধার্ত শিশুদের ব্যাপারে তাঁর অবস্থান এবং জেফ্রি এপস্টাইনের কেলেঙ্কারির মামলা সম্পর্কে তাঁর ষড়যন্ত্রমূলক দৃষ্টিভঙ্গি, মার্কিন যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী বিশিষ্ট ব্যক্তিত্ব ও রাজনীতিবিদদের সাথে যোগাযোগের বিষয়গুলো বিশেষভাবে উদ্ধৃত করা হয়েছে।

কুখ্যাত দ্বীপ

"ইউএসএ টুডে" লিখেছে: "ট্রাম্প জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারি সম্পর্কে অযৌক্তিক ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে আসছেন। এটা তাঁর নিজস্ব প্রশাসনকেও গ্রাস করেছে। যদিও তিনি ২৫ জুলাই স্কটল্যান্ডে প্রবেশ করার সময় বলেছিলেন: তিনি ষড়যন্ত্র তত্ত্বের ওপর মনোযোগ দিচ্ছেন না। ট্রাম্পের বেহুদা, অর্থহীন কথাবার্তা থেকে যে-কেউ এই সিদ্ধান্তে আসতে পারে যে তাঁর মস্তিষ্কের ৯০ শতাংশই ষড়যন্ত্র তত্ত্ব আর ১০ শতাংশ মস্তিষ্ক কোষ বা ব্রেইন সেল। ইউএসএ টুডে জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারি সম্পর্কে ট্রাম্পের অদ্ভুত এবং উদ্ভট মন্তব্য সম্পর্কেও লিখেছে। প্রতিবেদনে  উল্লেখ করা হয়েছে যে তিনি এই কেলেঙ্কারি সম্পর্কে কথা বলা বন্ধ করতে পারছেন না। "ট্রাম্পের মস্তিষ্কের সমস্যার কারণে তাকে ক্রমাগত এপস্টাইন কেলেঙ্কারি সম্পর্কে কথা বলতে হচ্ছে। তিনি চান এপস্টাইন কেলেঙ্কারির ব্যাপারে সবাই মুখ বন্ধ রাখুক এবং তারা বিশ্বকে বলুক যে এপস্টাইনের ঘটনা " বড় কোনো ঘটনা নয়"।

উইন্ড টারবাইন

ইউএসএটুডে উইন্ড টারবাইন সম্পর্কে ট্রাম্পের অদ্ভুত বিরোধিতা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেয়েনের সাথে এক বৈঠকে তিনি যে বিস্তারিত মন্তব্য করেছিলেন সে বিষয়টিও তুলে ধরেছে। পত্রিকাটি লিখেছে: "ট্রাম্প এইসব মন্তব্য যখন করেছিলেন, তখন কেউ তাঁকে এ বিষয়ে কথা বলতে বলে নি। তার মন্তব্যগুলো ছিল মিথ্যায় পরিপূর্ণ। উইন্ড টারবাইন বিদ্যুৎ শক্তি উৎপাদনের সবচেয়ে ব্যয়বহুল উপায় নয়। উইন্ড টারবাইন আট বছরেরও বেশি সময় ধরে কাজ করে। কিন্তু যে পরচর্চায় অভ্যস্ত,  সে যে সৎ হবে কে সেরকম আশা করে? কিন্তু যে ব্যক্তি পরচর্চা করতে অভ্যস্ত, সে সৎ হবে বলে কে আশা করে?"

গাজায় ক্ষুধার্ত শিশুদের নিয়ে ট্রাম্পের বাজে মন্তব্য

২৭ জুলাই, ভন ডের লেইনের পাশে দাঁড়ানো  ট্রাম্পকে ইউএসএটুডে'র পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল: গাজার ক্ষুধার্ত শিশুদের ছবি দেখে তিনি কেমন অনুভব করেন। তিনি উত্তর দিতে গিয়ে অদ্ভুত একটি প্রসঙ্গ টানেন। তিনি বলেন: ওই জায়গা পুরোটাই জগাখিচুড়ি। তিনি বলেন: আপনি জানেন, গাজা উপত্যকা বহু বছর আগে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তারা শান্তিতে থাকতে পারবে। এটি খুব একটা অগ্রসর হয় নি।

ইসরাইল যখন হাল ছেড়ে দিয়েছিল, তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আমি জানি কে ছিল, কিন্তু কাজটি খুব একটা বুদ্ধিমত্তার সঙ্গে করা হয় নি। আমার মনে হয় ইরান পদক্ষেপ নিচ্ছে। অনেক লোক এটি করছে, ভেনেজুয়েলাও এটি ভিন্নভাবে করছে।"

ট্রাম্পের দুর্বোধ্য বক্তব্যের বিশ্লেষণে ইউএসএ টুডে এগুলোকে অপ্রাসঙ্গিক বলে অভিহিত করেছে। পত্রিকাটি লিখেছে: "জো বাইডেন যদি প্রেসিডেন্ট থাকাকালে এ ধরনের কথা বলতেন, তাহলে রিপাবলিকানরা তাকে হয় অভিশংসন করত অথবা ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের একটি কক্ষে আটকে রাখার নির্দেশ দিত।#"

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।