ট্রাম্পকে ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করতে বললেন মার্কিন গায়ক; ট্রাম্পের জবাব
https://parstoday.ir/bn/news/world-i152500-ট্রাম্পকে_ইতিহাসের_ডাস্টবিনে_নিক্ষেপ_করতে_বললেন_মার্কিন_গায়ক_ট্রাম্পের_জবাব
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের বিখ্যাত গায়ক, গীতিকার এবং গিটারিস্ট ব্রুস স্প্রিংস্টিন সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, "ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে হবে।"
(last modified 2025-09-30T06:46:09+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১৩:০২ Asia/Dhaka
  • ব্রুস স্প্রিংস্টিন
    ব্রুস স্প্রিংস্টিন

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের বিখ্যাত গায়ক, গীতিকার এবং গিটারিস্ট ব্রুস স্প্রিংস্টিন সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, "ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে হবে।"

পার্সটুডে জানিয়েছে- স্প্রিংস্টিন বলেছেন, "বর্তমানে আমেরিকা এক দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং বিশ্বাসঘাতক সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।"

তিনি আরও বলেন, "ট্রাম্প শুধু নিজের এবং সেসব কোটিপতিদের কথা ভাবে যারা তার শপথ গ্রহণের দিন তাকে সমর্থন করেছিল।" এই সংগীতশিল্পী জোর দিয়ে বলেন, "যদি মার্কিন কংগ্রেসের সামান্য সাহস থাকত, তাহলে ট্রাম্পকে ইতিহাসের আবর্জনার স্তূপে পাঠাতা।"

স্প্রিংস্টিন আরও বলেন, "যারা গণতন্ত্র এবং নিজেদের সর্বোত্তম গুণাবলীতে বিশ্বাসী তাদের প্রতি আহ্বান- আপনারা জেগে উঠুন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং স্বাধীনতার জন্য কণ্ঠ উচু করুন।"

অন্যদিকে, ট্রাম্পও তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্যের জবাব দিয়েছেন এভাবে- "এই গায়ক বোকা কুকুরের মতো। সে এক শুকনো আলুবোখারা, যার মুখ বন্ধ রাখা উচিত যতক্ষণ না সে দেশে ফিরে আসে। তখনই (দেশে ফিরলে) সবাই দেখবে তার জন্য পরিস্থিতি কেমন দাঁড়ায়।"

ব্রুস স্প্রিংস্টিন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় গায়কদের একজন। তিনি নিজেই গান লেখেন ও সুর করেন। তার গানগুলো সাধারণত সেইসব মানুষদের নিয়ে, যারা জীবনের কঠিন পরিস্থিতি অতিক্রম করার চেষ্টা করে। সে কারণেই তাকে "আমেরিকার শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর" বলা হয়।#

পার্সটুডে/এসএ/৩০