তালেবানকে ইসলামাবাদের সতর্কবার্তা/পাকিস্তানের নৌ-প্রদর্শনীতে ইরানের উপস্থিতি
https://parstoday.ir/bn/news/world-i153686-তালেবানকে_ইসলামাবাদের_সতর্কবার্তা_পাকিস্তানের_নৌ_প্রদর্শনীতে_ইরানের_উপস্থিতি
পার্সটুডে-পাকিস্তান সতর্ক করে দিয়েছে যে যদি তালেবান দোহা যুদ্ধবিরতি চুক্তির অঙ্গিকার উপেক্ষা করে, তাহলে ইসলামাবাদের কাছ থেকে তাদের কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০৩, ২০২৫ ১৮:৪৭ Asia/Dhaka
  •  পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার 
    পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার 

পার্সটুডে-পাকিস্তান সতর্ক করে দিয়েছে যে যদি তালেবান দোহা যুদ্ধবিরতি চুক্তির অঙ্গিকার উপেক্ষা করে, তাহলে ইসলামাবাদের কাছ থেকে তাদের কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।

পার্সটুডে-র এই সংবাদ প্যাকেজে তালেবানদের প্রতি পাকিস্তানের সতর্কবার্তা, রাশিয়ার তেল আবুধাবিতে প্রতিস্থাপনের জন্য ভারতের পদক্ষেপ এবং পাকিস্তান আন্তর্জাতিক নৌ-প্রদর্শনীতে ইরানের প্রথম উপস্থিতি গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে:

পার্সটুডে আরও জানিয়েছে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ঘোষণা করেছেন, দোহা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য একটি পর্যবেক্ষণ ব্যবস্থা গঠনের মাধ্যমে, তালেবান সরকার আফগান মাটি থেকে পাকিস্তানে আক্রমণকারী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। পাকিস্তানের তথ্যমন্ত্রীর মতে, কাতারে সাম্প্রতিক বৈঠকে, একটি যৌথ পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চুক্তি লঙ্ঘন করলে প্রতিটি পক্ষকে শাস্তি দেওয়া হবে। তারার আরও বলেন: “তালেবানদের আর আগের মতো অজুহাত দেখানোর সুযোগ নেই, কারণ এখন মধ্যস্থতাকারী দেশগুলোও জড়িত। সেইসাথে যদি কোনও সমস্যা হয় তবে তাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে।” তিনি আরও বলেন, যদি জঙ্গি হামলা অব্যাহত থাকে, তাহলে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের কাঠামোর মধ্যে হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে।

ভারতীয় অপরিশোধিত তেল কোম্পানি আবুধাবিকে রাশিয়ার স্থানে প্রতিস্থাপন করছে

ইউক্রেনের যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার অজুহাত হিসেবে মার্কিন অর্থ মন্ত্রণালয় সম্প্রতি রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানি-রুশনাফ্ত এবং লুকঅয়েলে-র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ঘটনায় ভারতের অন্যতম বৃহত্তম তেল কোম্পানি ভারত পেট্রোলিয়াম, রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর আবুধাবি থেকে ২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে। আগামী মাসে কার্গো লোড করার কথা রয়েছে এবং অ্যাডনক  ট্রেডিং এটি সরবরাহের দায়িত্বে রয়েছে। এ বিষয়ে সচেতন একটি সূত্র জানিয়েছে, ভারত পেট্রোলিয়াম কেবল নিষেধাজ্ঞাভুকত নয় এমন সংস্থাগুলো থেকে রাশিয়ার তেল কিনবে। কোম্পানিটি প্রতি মাসে নগদ মার্কেট থেকে প্রায় ২ মিলিয়ন টন (১৪.৬৬ মিলিয়ন ব্যারেল) তেল কেনে, যার বেশিরভাগই রাশিয়া থেকে কেনা হয়। ভারত এ অর্ধেক পরিমাণ তেল নিষেধাজ্ঞামুক্ত রাশিয়ার তেল কোম্পানিগুলো থেকে কেনার পরিকল্পনা করছে এবং বাকি অর্ধেক তেল অন্যান্য দেশ থেকে সরবরাহ করা হবে বলে সূত্রটি উল্লেখ করেছে।

পাকিস্তানের আন্তর্জাতিক নৌ-প্রদর্শনীতে ইরানের উপস্থিতি

"পিআইএমইসি" নামে পরিচিত পাকিস্তান আন্তর্জাতিক সমুদ্র প্রদর্শনী ও সম্মেলনের দ্বিতীয় সিরিজ, ৩ নভেম্বর সোমবার থেকে দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে শুরু হয়েছে। চার দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে দেশীয় শিল্পসহ ইরানের সামরিক অর্জনগুলো প্রদর্শনের লক্ষ্যে বৃহত্তম পাকিস্তান আন্তর্জাতিক সমুদ্র প্রদর্শনী ও সম্মেলনে প্রথমবারের মতো ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্যাভিলিয়ন স্থাপন করা হবে। পাকিস্তানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক অ্যাটাশে কর্নেল মোহাম্মদ মোহসেন শাহাবি বলেছেন: আমাদের দেশের বিজ্ঞানীদের প্রচেষ্টার ফলে প্রতিরক্ষা উৎপাদনের অর্জনগুলো প্রদর্শিত হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল পাকিস্তানের আমন্ত্রণে ইরানি প্যাভিলিয়ন স্থাপনের সময় করাচি প্রদর্শনীগুলো পরিদর্শন করবে।#

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।