ইউক্রেনকে আর্থিক সহায়তা বন্ধের আহ্বান হাঙ্গেরির; কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলা
https://parstoday.ir/bn/news/world-i154034-ইউক্রেনকে_আর্থিক_সহায়তা_বন্ধের_আহ্বান_হাঙ্গেরির_কিয়েভে_রাশিয়ার_ব্যাপক_হামলা
পার্সটুডে- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ মহলে আর্থিক দুর্নীতির বিষয়টি ফাঁস হওয়ার পর হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি দাবি তুলেছে। ইউক্রেনকে সব ধরনের আর্থিক সহায়তা সম্পূর্ণ বন্ধ করার দাবি জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১৪, ২০২৫ ১৮:১১ Asia/Dhaka
  • হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী
    হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

পার্সটুডে- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ মহলে আর্থিক দুর্নীতির বিষয়টি ফাঁস হওয়ার পর হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি দাবি তুলেছে। ইউক্রেনকে সব ধরনের আর্থিক সহায়তা সম্পূর্ণ বন্ধ করার দাবি জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী।

পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তো বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের ঘনিষ্ঠদের দুর্নীতির বিষয়গুলো একের পর এক প্রকাশ পাচ্ছে। তিনি আরও বলেন, ইউরোপীয় জনগণের এক ইউরোও ইউক্রেনে পাঠানো উচিত নয়, কারণ এই অর্থ দেশটির একটি দুর্নীতিগ্রস্ত সামরিক নেটওয়ার্কের হাতে চলে যাওয়ার ব্যাপক আশঙ্কা থেকেই যাচ্ছে।

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তার অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে সে সম্পর্কে কোনো নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য প্রতিবেদন প্রকাশিত হয়নি। তাই ইউক্রেন ও সেই প্রেসিডেন্ট—যার চারপাশে ব্যাপক দুর্নীতির নেটওয়ার্ক উন্মোচিত হয়েছে—তাদের প্রতি আর্থিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করা জরুরি।

১০ নভেম্বর সোমবার ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো দেশটির জ্বালানি খাতের দুর্নীতির চক্র উন্মোচনে বড় ধরণের অভিযান শুরু করেছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো বুধবার জ্বালানি মন্ত্রী সভেতলানা গ্রিনচুকের পদত্যাগের খবর দেন, যা এই দুর্নীতি মামলার সঙ্গেই সম্পর্কিত।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, আজ শুক্রবার খুব ভোরে রাশিয়া কিয়েভের প্রায় সব অঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এই হামলাকে অত্যন্ত বিস্তৃত বলে উল্লেখ করে বলেছেন, হামলাগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে জ্বালানি স্থাপনাগুলোকে নিশানা করেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ক্রিমিয়ায় মোরস্কয় নাফতিয়ানয় তেল টার্মিনালে এবং জাপোরিঝিয়ায় একটি তেল গুদামেও আঘাত হানা হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৪