যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত: ট্রাম্পের নতুন দাবি
https://parstoday.ir/bn/news/world-i156348-যুক্তরাষ্ট্র_ইরানের_সঙ্গে_সংলাপের_জন্য_প্রস্তুত_ট্রাম্পের_নতুন_দাবি
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করার বিষয়ে নিজের বিভ্রান্তিকর দাবি পুনরাবৃত্তি করে বলেছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত।
(last modified 2026-01-22T14:41:42+00:00 )
জানুয়ারি ২২, ২০২৬ ২০:১২ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করার বিষয়ে নিজের বিভ্রান্তিকর দাবি পুনরাবৃত্তি করে বলেছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে- ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের কথা উল্লেখ না করে দাবি করেন, “আমি বিশ্বে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি। বর্তমানে পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্যে) শান্তি প্রতিষ্ঠিত হয়েছে— এমন এক শান্তি, যা কেউ কল্পনাও করেনি!”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে আগের মতোই ভিত্তিহীন বক্তব্য পুনরাবৃত্তি করে দাবি করেন, “আমরা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি।”
ট্রাম্প আরও বলেন: “ইরান সংলাপ চায় এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে প্রস্তুত।”

অথচ বাস্তবতা হলো, তেহরান সবসময় কূটনৈতিক পথ অনুসরণের ওপর জোর দিয়ে এসেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে সামরিক আগ্রাসন চালিয়েছে, তা ঘটেছে এমন এক সময়ে, যখন তেহরান আলোচনায় যুক্ত ছিল।

যুক্তরাষ্ট্রের মাধ্যমে সিরিয়া থেকে ইরাকে ১৫০ জন আইএস সদস্য স্থানান্তর শুরু

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, উত্তর-পূর্ব সিরিয়া থেকে ১৫০ জন আইএস বন্দিকে ইরাকে স্থানান্তরের জন্য নতুন একটি অভিযান শুরু করা হয়েছে।

সেন্টকম দাবি করেছে- এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে এটা নিশ্চিত করা যায় যে, এসব সন্ত্রাসী নিরাপদ আটককেন্দ্রে রাখা হচ্ছে। তাদের প্রতিবেদনে বলা হয়, পূর্ব সিরিয়ার হাসাকা অঞ্চলের একটি কারাগারে আটক থাকা ১৫০ জন আইএস বন্দিকে ইরাকের একটি নিরাপদ স্থানে স্থানান্তরের মাধ্যমে এই অভিযান শুরু হয়েছে।

মার্কিন এই কমান্ড আরও জানিয়েছে, ভবিষ্যতে সিরিয়া থেকে ইরাকের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রে প্রায় সাত হাজার আইএস সদস্য স্থানান্তর করা হতে পারে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন