যৌথ ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান স্পেনের
https://parstoday.ir/bn/news/world-i156344-যৌথ_ইউরোপীয়_সেনাবাহিনী_গঠনের_আহ্বান_স্পেনের
পার্সটুডে- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে উত্তেজনা তীব্র হওয়ার সাথে সাথে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এই ইউনিয়নে একটি যৌথ সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-01-22T13:50:15+00:00 )
জানুয়ারি ২২, ২০২৬ ১৯:৪৫ Asia/Dhaka
  • স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ
    স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ

পার্সটুডে- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে উত্তেজনা তীব্র হওয়ার সাথে সাথে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এই ইউনিয়নে একটি যৌথ সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন।

হোসে ম্যানুয়েল আলভারেজ রয়টার্সকে বলেছেন, স্পেন ইউরোপীয় ইউনিয়নকে একটি যৌথ সেনাবাহিনী গঠনের জন্য পদক্ষেপ নিতে বলেছে। নয়াদিল্লিতে তার ভারতীয় সমপক্ষের সাথে বৈঠকের পর বুধবার রাতে আলভারেজ এই মন্তব্য করেন।.

নিউজ নেটওয়ার্ক আল-আলমের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, আলভারেজ জোর দিয়ে বলেন যে একটি যৌথ সামরিক বাহিনী গঠনের প্রচেষ্টা ২৭টি পৃথক জাতীয় সেনাবাহিনীর চেয়ে বেশি কার্যকর হবে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী অবশ্য এর পাশাপাশি বলেছেন: এই যৌথ সেনাবাহিনী গঠনের লক্ষ্য ন্যাটোকে প্রতিস্থাপন করা নয়।

ট্রাম্পের কথা উল্লেখ না করে আলভারেজ বলেন, আমাদের ইউরোপকে এমন একটি জায়গা হতে দেওয়া যাবে না যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ব্ল্যাকমেইল করা যাবে।"

গ্রিনল্যান্ড কিনতে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করার ব্যাপারে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ শীর্ষ সম্মেলনের কয়েক ঘন্টা আগে আলভারেজ ওই মন্তব্য করেছেন।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন