ব্রিকস কেন ট্রাম্পের জন্য দুঃস্বপ্ন?
https://parstoday.ir/bn/news/world-i156354-ব্রিকস_কেন_ট্রাম্পের_জন্য_দুঃস্বপ্ন
পার্সটুডে- ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম স্বীকার করেছে, মার্কিন প্রেসিডেন্ট ব্রিকসকে হুমকি হিসেবে দেখছেন।
(last modified 2026-01-22T14:44:01+00:00 )
জানুয়ারি ২২, ২০২৬ ২১:০১ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

পার্সটুডে- ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম স্বীকার করেছে, মার্কিন প্রেসিডেন্ট ব্রিকসকে হুমকি হিসেবে দেখছেন।

বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরান, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া- এই ১০টি দেশ ব্রিকস জোটের সদস্য।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ফোরটিন এক প্রতিবেদনে স্বীকার করেছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস গোষ্ঠীকে একটি হুমকিপূর্ণ শক্তি হিসেবে দেখেন।

এই প্রতিবেদনের লেখক নোয়াম রাহলিস মনে করেন, ব্রিকস যুক্তরাষ্ট্রের জন্য একটি অর্থনৈতিক হুমকি হয়ে উঠেছে; কারণ ব্রিকস দেশগুলোর একটি স্পষ্ট লক্ষ্য রয়েছে, আর তাহলো ডলারের ওপর নির্ভরতা কমানো এবং তার বিকল্প আর্থিক ব্যবস্থা গড়ে তোলা।

রাহলিসের মতে, যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে ব্রিকস একটি বিপজ্জনক অস্তিত্ব, কারণ এটি পশ্চিমা ব্যবস্থার বিকল্প প্রস্তাব করছে। এই প্রেক্ষাপটে বহু সন্দেহ ও প্রশ্ন রয়েছে যে, ওয়াশিংটনের ইরানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি কেবল ইসরাইলের নিরাপত্তা উদ্বেগের কারণেই নয়; বরং এটি এমন একটি ফ্রন্টকে ভেঙে দেওয়ার প্রচেষ্টার অংশ, যা ডলার ও যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে লক্ষ্য করে গড়ে উঠেছে। এই ক্ষেত্রে ইরান ব্রিকস গোষ্ঠীর ভেতরে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী আঞ্চলিক খেলোয়াড়ে পরিণত হয়েছে।

প্রতিবেদনের লেখক আরও বলেন, ট্রাম্প একজন ব্যবসায়ী এবং তিনি বিশ্বকে একটি অর্থনৈতিক মঞ্চ হিসেবে দেখেন; এটি এমন এক মঞ্চ, যেখানকার সমীকরণে ইসরাইলের গুরুত্ব আমাদের ধারণার চেয়েও অনেক কম হতে পারে। তিনি কোনো দেশকে স্থায়ী মিত্র বা শত্রু হিসেবে দেখেন না; বরং দেশগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করেন, আর সেগুলো হলো- অংশীদার, অধীনস্থ (ভাড়াটে) এবং প্রতিদ্বন্দ্বী।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন