নাইজেরিয়ায় আল্লামা জাকজাকির মুক্তির দাবিতে শত শত মানুষের বিক্ষোভ
(last modified Thu, 01 Sep 2016 07:13:49 GMT )
সেপ্টেম্বর ০১, ২০১৬ ১৩:১৩ Asia/Dhaka
  • নাইজেরিয়ায় আল্লামা জাকজাকির মুক্তির দাবিতে শত শত মানুষের বিক্ষোভ

নাইজেরিয়ার শীর্ষস্থানীয় শিয়া আলেম এবং ইসলামিক আন্দোলন বা আইএমএন’র বিপ্লবী নেতা আল্লামা শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে শত শত মানুষ বিক্ষোভ করেছে।

রাজধানী আবুজার জাতীয় মসজিদ থেকে ফেডারেল সচিবালয় পর্যন্ত বিক্ষোভ শোভাযাত্রা হয়েছে। বিক্ষোভকারীরা আল্লামা জাকজাকির অবৈধ আটকের বিরুদ্ধে শ্লোগান দেয়। এছাড়া, অবিলম্বে জাকজাকির মুক্তিও দাবি করে তারা। 

নাইজেরিয়ার সেনাবাহিনী ২০১৫ সালের ১২ ডিসেম্বর দেশটির জারিয়া শহরে শিয়া মুসলমানদের এক সমাবেশে ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় শত শত মুসলমান নিহত এবং জাকজাকি গুরুতর আহত হন। পরের দিন জাকজাকির বাড়িতে হামলা চালিয়ে তাকে এবং আইএমএন’র মুখপাত্রসহ শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। বর্বরোচিত এ দুই হামলায় জাকজাকির তিন ছেলেও নিহত হয়েছেন।#

পার্সটুডে/মূসা রেজা/১

 

ট্যাগ