সেপ্টেম্বর ০৮, ২০১৬ ২১:২৪ Asia/Dhaka
  •  সন্ত্রাসীদের প্রতি সৌদি মদদকে উপেক্ষা করছে পাশ্চাত্য: চমস্কি

প্রখ্যাত মার্কিন ভাষা-বিজ্ঞানী, দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কি বলেছেন, মার্কিন ও পশ্চিমা সরকারগুলো এটা জানে যে সৌদি সরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মদদদাতা, কিন্তু তা সত্ত্বেও তারা এ বিষয়টি না দেখার ভান করছে। 

লেবাননের আলমায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে চমস্কি বলেছেন, রিয়াদ চরমপন্থী বা উগ্র গ্রুপগুলোর বিস্তার ঘটাচ্ছে, কিন্তু মার্কিন ও পশ্চিমা সরকারগুলো তা উপেক্ষা করতে প্রস্তুত রয়েছে। 
তিনি বলেছেন, মার্কিন, ব্রিটিশ ও ফরাসি সরকার খুব ভালোভাবেই এটা জানে যে সৌদি সরকার মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়ানোর জন্য অর্থ ব্যবহার করছে। 
অন্যত্র এক মন্তব্যে চমস্কি বলেছেন, ২০১১ সালে যখন আরব বিশ্বের ডিক্টেটর বা স্বৈরতান্ত্রিক একনায়ক শাসকদের বিরুদ্ধে গণজাগরণ ও বিপ্লব শুরু হয় তখন এ অঞ্চলে গণতন্ত্র প্রতিষ্ঠার বিপক্ষে এবং একনায়কদের পক্ষে অবস্থান নেয় মার্কিন সরকার। 
চমস্কি বলেছেন, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ জনগণই মার্কিন পররাষ্ট্রনীতির বিরোধিতা করছে এবং তারা আরব ডিক্টেটরদেরও বিরোধী যাদের সঙ্গে মার্কিন সরকারের সুসম্পর্ক রয়েছে। আর এ কারণে এ অঞ্চলের জনগণকে খুব দ্রুত দমিয়ে ফেলা হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। 
চমস্কি আরও বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে যতদিন (ইসরাইলি) দখলদারিত্ব থাকবে ততদিন পরিস্থিতি আরও শোচনীয় হতে থাকবে। আর ইসরাইলের প্রতি একটানা ও সীমাহীন মার্কিন সমর্থন যতদিন চলতে থাকবে ততদিন ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতও অব্যাহত থাকবে এবং ইসরাইলের দখলদারিত্বের নীতিতেও পরিবর্তন আনার কোনও চাপ দেখা যাবে না।’#     

পার্সটুডে/মু.আ.হুসাইন/৮
 

ট্যাগ