মে ০৩, ২০২০ ১৮:২৮ Asia/Dhaka
  • নোয়াম চমস্কি
    নোয়াম চমস্কি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী ও চিন্তাবিদ নোয়াম চমস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিষেধাজ্ঞা ইস্যুতে চরম স্যাডিজমে ভুগছে। ইরানের বার্তা সংস্থা ইরনা'র প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।

চমস্কি করোনা মহামারীর মধ্যেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখার নিন্দা জানিয়ে বলেন, প্রথমত ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বেআইনি। আর এই বেআইনি নিষেধাজ্ঞা করোনা মহামারীর মধ্যেও বহাল রাখাটা চরম স্যাডিজম।

স্যাডিজম হচ্ছে যৌন নিপীড়ন সংক্রান্ত একটি মানসিক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা নিপীড়নের মাধ্যমে আনন্দ পায়।

নোয়াম চমস্কি এর আগেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন।

কিছু দিন আগে তিনি করোনাভাইরাস মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের নীতি ও আচরণেরও সমালোচনা করেন। নোয়াম চমস্কি বলেছেন, করোনার এই আঘাত চাইলেই সামাল দেওয়া যেত। থামানো যেত মৃত্যুর মিছিল।

তিনি বলেন, বিশ্বের কাছে এই ভাইরাস সম্পর্কে অনেক তথ্য আগে থেকেই ছিল। কিন্তু এর মোকাবিলায় আসলে কিছুই করা হয়নি। ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থা, যা আসন্ন বিপদের কথা জানত, তাদের অবহেলার কারণেই করোনা সংকট আরও জটিল হয়ে পড়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩        

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ