আলেপ্পো নিয়ে জাতিসংঘের প্রস্তাব সমর্থন করল রাশিয়া
(last modified Fri, 07 Oct 2016 00:47:09 GMT )
অক্টোবর ০৭, ২০১৬ ০৬:৪৭ Asia/Dhaka
  • বৃহস্পতিবার মস্কোয় যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ ও আইরুল্ত
    বৃহস্পতিবার মস্কোয় যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ ও আইরুল্ত

সিরিয়ার আলেপ্পো শহর থেকে উগ্র তাকফিরি জঙ্গিদের নিরাপদে বেরিয়ে যেতে দেয়ার যে প্রস্তাব জাতিসংঘ উত্থাপন করেছে রাশিয়া তার প্রতি সমর্থন জানিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার মস্কো সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-মার্ক আইরুল্তের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থন ব্যক্ত করেন।

এর আগে বৃহস্পতিবারই সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা বলেন, জাবহাত ফাতেহ আশ-শাম জঙ্গি গোষ্ঠীর সদস্যরা যদি অস্ত্রত্যাগ করে ‘সম্মানের সঙ্গে’ আলেপ্পো ত্যাগ করতে চায় তাহলে তিনি নিজে তাদেরকে সঙ্গ দেবেন।

সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা

আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আন-নুসরা ফ্রন্ট নিজেদের নাম পরিবর্তন করে সম্প্রতি ফাতেহ আশ-শাম নাম ধারণ করেছে।

যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ আরো বলেন, সিরিয়া সংকট সমাধানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্স যে খসড়া প্রস্তাব পাঠিয়েছে রাশিয়া তা পর্যালোচনা করে দেখছে। যদি রুশ-মার্কিন যুদ্ধবিরতি সমঝোতা বা জাতিসংঘের অন্যান্য প্রস্তাবের সঙ্গে ফরাসি প্রস্তাব সাংঘর্ষিক না হয় তাহলে তা মেনে নিতে মস্কোর আপত্তি থাকবে না।

এ ছাড়া, সিরিয়ায় রাশিয়ার  ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ ও এস-৪০০ মোতায়েনের ব্যাপারে ল্যাভরভ বলেন, শুধুমাত্র আত্মরক্ষার জন্য এসব ব্যবস্থা বসানো হয়েছে এবং কারো জন্য এগুলো কোনো ধরনের হুমকি সৃষ্টি করেনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭

ট্যাগ