যত দ্রুত সিরিয়া সংকটের সমাধান করা যায় তত ভালো: ল্যাভরভ
(last modified Thu, 03 Nov 2016 00:31:57 GMT )
নভেম্বর ০৩, ২০১৬ ০৬:৩১ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

সিরিয়ার চলমান সংঘর্ষ অবসানের লক্ষ্যে অবিলম্বে একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি বুধবার গ্রিস সফরে গিয়ে বলেছেন, সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষকে একটি রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে দেশটির সংকট সমাধানে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসার জন্য আমি পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

ল্যাভরভ বলেন, “আমাদেরকে একটি সমঝোতায় আসতেই হবে; সেটা যত দ্রুত হয় তত ভালো।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে পশ্চিমা দেশগুলো উগ্র সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে এ সংকটের সমাধান হচ্ছে না।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত বছরের নভেম্বরে ইরাক ও সিরিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোকে কোনোরকম সহযোগিতা না করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে। ওই প্রস্তাবে আল-কায়েদার সহযোগী জঙ্গি গোষ্ঠী এবং দায়েশ সন্ত্রাসীদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়।

ল্যাভরভ অভিযোগ করেন, মার্কিন সরকার এ প্রস্তাব বাস্তবায়িত হতে দিচ্ছে না। তিনি বলেন, প্রস্তাবটি পাস হওয়ার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রত্যয় ব্যক্ত করলেও আজ পর্যন্ত সে বক্তব্যকে বাস্তবে রূপ দেয়নি ওয়াশিংটন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩

 

ট্যাগ