পশ্চিম সীমান্তে এস-৪০০ মোতায়েন করবে রাশিয়া
(last modified Mon, 21 Nov 2016 18:51:46 GMT )
নভেম্বর ২২, ২০১৬ ০০:৫১ Asia/Dhaka
  • এস-৪০০
    এস-৪০০

রাশিয়া তার সর্ব-পশ্চিম সীমান্তবর্তী কালিনিগ্রাদ অঞ্চলে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইসকান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করবে।

ইসকান্দার ক্ষেপণাস্ত্র  প্রচলিত এবং পরমাণু উভয়  বোমাই বহন করতে পারে

ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর জবাবে পশ্চিম সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের পদক্ষেপ নিয়েছে রাশিয়া। রুশ সংসদের উচ্চকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান ভিক্তোর ওজেরাভের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা আরআইএ আজ (সোমবার) এ খবর দিয়েছে।

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রুশ ছিটমহল কালিনিনগ্রাদের সঙ্গে বাল্টিক তীরবর্তী দেশ লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের সীমান্ত রয়েছে। কালিনিনগ্রাদে রাশিয়ার কয়েক ডজন রণতরী এবং ডুবোজাহাজ রয়েছে। এ ছাড়া, রুশ পদাতিক বাহিনী, নৌ ব্রিগেড এবং দু’টি সামরিক ঘাঁটিও এখানে আছে। এর আগে মহড়ার জন্য সাময়িকভাবে এ অঞ্চলে ইসকান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। পোল্যান্ড এবং লিথুয়ানিয়া তখন এর কঠোর প্রতিবাদ জানিয়েছিল।

দ্বৈত-ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হিসেব পরিচিত  ইসকান্দার  প্রচলিত এবং পরমাণু উভয় বোমাই বহন করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০০ কিলোমিটার হওয়ায় জার্মানির রাজধানী বার্লিনসহ পোল্যান্ড ও সুইডেনের দুই-তৃতীয়াংশ ভূখণ্ড এর আওতায় পড়বে।# 

পার্সটুডে/মূসা রেজা/২১