সিরিয়া বিষয়ক জেনেভা আলোচনা স্থগিত
(last modified Fri, 27 Jan 2017 09:31:01 GMT )
জানুয়ারি ২৭, ২০১৭ ১৫:৩১ Asia/Dhaka
  • সিরিয়া বিষয়ক জেনেভা আলোচনা স্থগিত

রাশিয়া আজ (শুক্রবার) বলেছে, সিরিয়া নিয়ে জেনেভা আলোচনা এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। সিরিয় সরকার এবং বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে এ আলোচনা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হওয়ার কথা ছিল কিন্তু এখন তা মার্চের শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সিরিয় বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে আজ এক এ বৈঠকে এ ঘোষণা দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বৈঠক পরবর্তী মাস অর্থাৎ মার্চে শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় এ বৈঠক হওয়ার কথা ছিল।

কাজাখস্তানে চলতি সপ্তাহের গোড়ার দিকে সিরিয়া নিয়ে দুই দিনের বৈঠকের পর জেনেভা বৈঠক হওয়ার কথা ছিল। দেশটির রাজধানী আস্তানায় এ বৈঠক  ইরান, রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৭

 

ট্যাগ