সিরিয়ায় ইতিবাচক ভূমিকা রাখছে ইরান ও হিজবুল্লাহ: রাশিয়া
(last modified Mon, 13 Feb 2017 04:13:04 GMT )
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ১০:১৩ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইতিবাচক ভূমিকা পালন করছে ইরান ও হিজবুল্লাহ। তিনি রাশিয়ার নিউজ চ্যানেল আরটিকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরানের অংশগ্রহণ ঠেকিয়ে দেয়ার প্রচেষ্টা ‘বাস্তবসম্মত’ নয়।

ল্যাভরভ বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধের আন্তর্জাতিক প্রচেষ্টা থেকে ইরানকে দূরে রাখার চেষ্টা ভিত্তিহীন; কারণ, ইরান নিজে থেকেই সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে।

ইরান ও আমেরিকার সম্পর্ক আগের চেয়ে বেশি খারাপ হয়েছে- উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনের উদ্দেশে বলেন, ইরান সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দিচ্ছে বলে আপনারা যে দাবি করছেন তার পক্ষে প্রমাণ উপস্থাপন করুন।  

দায়েশ বিরোধী যুদ্ধে ইরানের মতো লেবাননের হিজবুল্লাহও যে সক্রিয় অংশগ্রহণ করছে তা স্বীকার করার জন্য তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক দেশ বলে অভিযোগ করেছিলেন।  এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক মনে করে না। এই ব্যাপারে ট্রাম্পের সঙ্গে দ্বিমত পোষণ করছে মস্কো।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩

ট্যাগ