পূর্ব চীন বিরোধে আমেরিকা জাপানের পক্ষ নেয়ায় চীনের গভীর উদ্বেগ
(last modified Mon, 13 Feb 2017 10:37:42 GMT )
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ১৬:৩৭ Asia/Dhaka
  • পূর্ব চীন বিরোধে আমেরিকা জাপানের পক্ষ নেয়ায় চীনের গভীর উদ্বেগ

মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধে জাপানের প্রতি সমর্থন ঘোষণা করায় আজ(সোমবার) উদ্বেগ প্রকাশ করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মধ্যে এক বৈঠকে এ সমর্থন ঘোষণা করা হয়।

বৈঠকে শেষে যৌথ ইশতেহারে দাবি করা হয় যে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের বিষয়টি মার্কিন-জাপান নিরাপত্তা চুক্তির এখতিয়ারের মধ্যেই পড়ে। এ বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ জাপানে সেনকাকু এবং  চীনে দিয়াইউ নামে পরিচিত। এটি চীনা উপকূল থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইশতেহারের এ বক্তব্যে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি এ বক্তব্যের কঠোর বিরোধিতাও করেন তিনি। তিনি বলেন,  এ দ্বীপপুঞ্জ প্রাচীনকাল থেকেই ঐতিহ্যগত ভাবে চীনা ভূখণ্ড হিসেবে বিবেচিত হয়ে আসছে।

তিনি বলেন, কে কি বললেন বা করলেন তার ওপর ভিত্তি করে  দিয়াইউ দ্বীপপুঞ্জ যে চীনা ভূখণ্ড সে সত্য বদলে যাবে না। বা এতে সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা রক্ষায় চীনের দৃঢ় প্রতিশ্রুতিরও পরিবর্তন ঘটবে না।

এ ছাড়া, আমেরিকা এবং জাপানকে কথা বলার ও কাজ করার ক্ষেত্রে ভুল পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার বিষয়ে হুঁশিয়ার করেন তিনি। আমেরিকা এবং জাপানের এ জাতীয় তৎপরতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর তার প্রভাব পড়বে বলে জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৩

 

ট্যাগ